Latest News

দুর্গাপুজোয় ভোররাত পর্যন্ত মেট্রো, পাল্টাচ্ছে সূচি, জেনে নিন খুঁটিনাটি

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো (Durga Puja 2022) মানেই কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার ধুম পড়ে। গ্রামগঞ্জ থেকে মানুষ আসে কলকাতায়। আর কলকাতার মানুষ তো আছেনই। এমন পরিস্থিতিতে যাতায়াত বড় সমস্যা হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের কাছে। তবে শহরবাসীর জন্য পুজোর উপহার দিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পুজোর সময় বাড়ছে মেট্রোর সময়সীমা।

কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, পঞ্চমী থেকেই নতুন সূচিতে মেট্রো চলবে। পঞ্চমী ও ষষ্ঠীতে আপ ডাউন মিলে মেট্রো চলবে ২৮৮টি। সপ্তমী, অষ্টমী, নবমীতে মেট্রো চলবে ২৪৮টি। আর দশমীতে ১৩২টি মেট্রো চলবে। একাদশী থেকে ত্রেয়োদশী পর্যন্ত ২৩৪টি মেট্রো যাতায়াত করবে।

মেট্রোর সংখ্যার হেরফের না হলেও সময়সীমার পরিবর্তন হচ্ছে। এক নজরে নতুন সূচি—

পঞ্চমী ও ষষ্ঠী

প্রথম মেট্রো

সকাল ৮টা: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
সকাল ৮টা: দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
সকাল ৮:০৫: দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
সকাল ৮:১০: দক্ষিণেশ্বর থেকে সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো

শেষ মেট্রো

রাত ১০:৩৮- দক্ষিণেশ্বর থেকে সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
রাত ১০:৪০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
রাত ১০:৫০- দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
রাত ১০:৫০- কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার মেট্রো

সপ্তমী, অষ্টমী এবং নবমী

প্রথম মেট্রো

দুপুর ১: দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
দুপুর ১: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
দুপুর ১: দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
সকাল ১: দক্ষিণেশ্বর থেকে সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো

শেষ মেট্রো

ভোর ৩:৪৮- দক্ষিণেশ্বর থেকে সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
ভোর ৩:৫০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো

ভোর ৪- দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
ভোর ৪- কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার মেট্রো

দশমী

প্রথম মেট্রো

দুপুর ১: দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
দুপুর ১: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
দুপুর ১: দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
সকাল ১: দক্ষিণেশ্বর থেকে সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো

শেষ মেট্রো

রাত ৯:৪৮- দক্ষিণেশ্বর থেকে সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
রাত ৯:৫০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
রাত ১০টা- দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
রাত ১০টা- কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার মেট্রো

একাদশী থেকে ত্রেয়োদশী

প্রথম মেট্রো

সকাল ৬:৫০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
সকাল ৬:৫০- দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
সকাল ৬:৫৫- দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
সকাল ৭টা- দক্ষিণেশ্বর থেকে সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো

শেষ মেট্রো

রাত ৯:২৮- দক্ষিণেশ্বর থেকে সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
রাত ৯:৩০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
রাত ৯:৪০- দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
রাত ৯:৪০- কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার মেট্রো

বিশ্বকর্মা পুজোর মাইক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের, মর্মান্তিক ঘটনা নৈহাটিতে

You might also like