Latest News

আনসার-বাদশা-বিপিনদের হাতে দেবীবরণ! চুঁচুড়ার ক্লাবে অনন্য নজির

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শরতের আকাশের এখন পুজোর (Durga Pujo 2022) গন্ধ। দেবীপক্ষ শুরু হয়ে গেছে। মণ্ডপে মণ্ডপে চলছে পুজোর প্রস্তুতি। এমন আবহে সম্প্রীতির নজির রাখতে চলেছেন আনসার, বাদশা, মহসীন, বিনয়রা। প্রথম বছর তাঁরা এবার দুর্গাপুজো করতে চলেছেন চুঁচুড়া (Chunchura) পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিতালি সংঘের মাঠে।

মণ্ডপ তৈরির কাজও প্রায় শেষ হয়ে এসেছে। এখন বাকি শুধু মায়ের আগমন। এর আগে তাঁরা বেশ কয়েকবার উদ্যোগ নিলেও করোনার জন্য সম্ভব হয়ে ওঠেনি। তাই স্থির করেন এবছরই পুজো শুরু করবেন। যেমন ভাবা তেমন কাজ, শুরু হয় পুজোর প্রস্তুতি। ক্লাব সদস্য সেখ মহসীন জানান, রাজ্যের পরিস্থিতি যখন অশান্ত, তখন তাঁদের পাড়ায় সকলেই মিলেমিশে রয়েছেন।

ক্লাব সম্পাদক মহম্মদ আনসার জানান, পাড়ার মহিলারা এই পুজো নিয়ে সবচেয়ে বেশি উৎসাহী। জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই এই পুজোর জন্য আর্থিক সাহায্য করেছেন।

পুজোর আরও এক উদ্যোক্তা বিনয় পাল জানান, মহরমের তাজিয়াতে এই এলাকার সকল ধর্মের মানুষও অংশ নেন। প্রয়োজনে ভেদাভেদ ভুলে একে অন্যের পাশে থাকার চেষ্টা করেন। এভাবেই পুজোয় ঢাকের শব্দ ও আলোর রসনাইতে ভরে উঠবে মিতালি সংঘের মাঠ। দেবে সম্প্রীতি বার্তাও।

দুর্গাপুজো এবার মেটাভার্সে! কীভাবে দেখবেন?

You might also like