Latest News

দুয়ারে রেশন দিতে পারব না, হাত তুললেন ডিলার, তৃণমূল বলছে হাতানোর ধান্দা

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের প্রতিটি প্রান্তে বসবাস করা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছবে রেশন। সেই কথা অনুযায়ী, ভোটের পর শুরুও হয়েছিল প্রকল্পটি। কিন্তু বর্তমানে দুয়ারে রেশন (Duare Ration) না পাওয়ার কারণে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম বর্ধমানের অন্ডাল (Andal) ব্লকের দক্ষিণ খন্ড এলাকা। খবর পেয়ে তৃণমূল পরিচালিত অন্ডাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বপন হাজরা, অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গঙ্গায় ভাসছে পচাগলা দুই দেহ! থমকে গেল বিসর্জন, বাবুঘাটে হুলুস্থূল

স্থানীয় রেশন ডিলার মহাদেব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানান স্বপনবাবু। বলেন, “রাজ্য সরকার জানিয়েছিল, ১৭ তারিখ থেকে দুয়ারে রেশন চালু হবে এলাকায়। কিন্তু স্থানীয় রেশন ডিলার মহাদেব মুখোপাধ্যায় সরকারি সার্কুলার না পাওয়ার অছিলায় দোকান থেকে রেশন দেবে বলছেন। এলাকাবাসীরা রেশন ডিলারের বক্তব্য মানতে রাজি না হওয়ায় বিক্ষোভ শুরু হয়েছে।” এরপর স্বপনবাবুর আরও দাবি, রেশন ডিলার দুয়ারে দুয়ারে গেলে কারচুপি করতে পারবেন না। তাই দোকানে বসে হাতানোর ধান্দা করছেন।

অন্যদিকে রেশন ডিলার মহাদেববাবু জানান, সরকারি পাইলট প্রজেক্ট দুয়ারে রেশন প্রকল্প, বেশিরভাগ জেলায় দুয়ারে রেশন প্রকল্প চালু করতে কোনও নির্দেশ আসে নি। তিনি সরকারি নির্দেশ পান নি। তার উপর পর্যাপ্ত কর্মী না থাকার কারণে তিনি দুয়ারে রেশন প্রকল্প চালু করতে পারবেন না বলে সোজাসাপ্টা জানিয়ে দেন।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like