
তারপর আবার সেই একই ঘটনা ঘটল আগরতলা শহরে। এবার মত্ত অবস্থায় মুখ্যমন্ত্রীর বাসভবনের দেওয়ালে গাড়ি নিয়ে ধাক্কা মারলেন এক চিকিৎসক। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বড় দিনে আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা পায়ে হেঁটেই দেখতে বেরিয়েছিলেন বিপ্লব দেব। সেসব দেখে তিনি বাড়িতে ফিরছিলেন। যে সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে চিকিৎসকের গাড়িটি মুখ্যমন্ত্রীর বাসভবনের দেওয়ালে ধাক্কা মারে তখন কয়ক ফুট দূরেই দাঁড়িয়ে অফিসারদের সঙ্গে কথা বলছিলেন বিপ্লব।
সঙ্গে সঙ্গে গাড়ি-সহ চালককে আটক করে পুলিশ। তারপর দেখা যায়, মত্ত অবস্থায় স্টিয়ারিংয়ে বসে ছিলেন আগরতলা মেডিক্যাল কলেজের এক চিকিৎসক। গাড়িটি নেমপ্লেট বিহীন বলে জানিয়েছে পুলিশ। চালকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ।
কয়েক মাসের ব্যবধানে এমন ঘটনায় আগরতলা শহরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এমনিতে বিপ্লব দেব সরকার আসার পরে আগরতলার ট্রাফিক ব্যবস্থা অনেক বেশি সুসংগঠিত হয়েছে বলেই মনে করেন অনেকে। দুর্ঘটনাও অনেক কমেছে। তা ছাড়া হেলমেট বিহীন বাইক আরোহী দেখলে পুলিশ আর দাঁড় করায় না। সিসিটিভি ফুটেজ দেখে গাড়ির নম্বর ট্র্যাক করে তাঁর বাড়িতে ই-চালান কেটে পাঠিয়ে দেয়। কিন্তু এত সবের মধ্যেও কয়েক মাসের ব্যবধানে মুখ্যমন্ত্রীর সঙ্গে এমন ঘটনাকে সাধারণ বলে দেখতে চাইছে না ত্রিপুরা প্রশাসনও।