Latest News

মদের ঝোঁকে আস্ত হোটেলই কিনে ফেললেন নবদম্পতি

দ্য ওয়াল ব্যুরো : বিয়ের পর শ্রীলঙ্কার সমুদ্রতীরে ছুটি কাটাতে গিয়েছিলেন লন্ডনের এক দম্পতি। সমুদ্রের তীরে এক ভাঙাচোরা হোটেল দেখে ভারী পছন্দ হয়ে গেল তাঁদের। সেখানেই উঠলেন।  ক্রমে হোটেল কর্মীদের সঙ্গেও দিব্যি জমে উঠল ভাব। একদিন ওই দম্পতি ১২ গ্লাস রাম পান করেছিলেন। এমন সময় এক কর্মী তাঁদের জানায়, হোটেলের লিজের মেয়াদ শেষ হওয়ার মুখে। সঙ্গে সঙ্গে সেই দম্পতি স্থির করে ফেললেন, এবার হোটেলটি লিজ নেবেন তাঁরাই।

নেহাৎ মদের ঝোঁকে নেওয়া সিদ্ধান্ত। কিন্তু নেশা কাটার পরেও তাঁরা সিদ্ধান্তে অটল ছিলেন। ৩০ হাজার পাউন্ড দিয়ে লিজ নিয়েছেন সেই হোটেল।

মহিলার নাম জিনা লিয়ন্স।  বয়স ৩৩। তাঁর স্বামী মার্ক লি।  বয়স ৩৫। ২০১৭ সালের জুন মাসে তাঁদের বিবাহ হয়। তাঁরা জানিয়েছেন, হোটেলটিকে দেখে মনে হচ্ছিল অনেক পুরানো আর সস্তা। তবে কাছেই রয়েছে সমুদ্রতট। আর আছে কাঠের ট্রি হাউস। সেজন্যই আমাদের পছন্দ হয়েছিল।

হোটেল লিজ নেওয়ার পরে কেটে গিয়েছে একবছর। ওই দম্পতি সরিয়েছেন ভাঙাচোরা হোটেল। পর্যটকেরও ভিড় হচ্ছে দিব্যি।

You might also like