
দ্য ওয়াল ব্যুরো: এতটাই মদ খেয়েছিলেন, যে, ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না। পা টলছিল। পুলিশ কর্মীকে নেশাগ্রস্ত অবস্থায় দেখেই উপস্থিত লোকজন ভিডিও করতে শুরু করে। তাতেই আরও চটে উঠে গালাগাল দিতে দিতে সকলের সামনেই নিজের প্যান্ট খুলে যৌনাঙ্গ প্রদর্শন করতে শুরু করলেন পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (Drunk ASI caught stripping)।
আশ্চর্য ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের অমৃতসরে। পুলিশকর্মীর নাম সুরিন্দর সিং। ঘটনার দিন অমৃতসরের ডিসি অফিসে (Amritsar DC Office) পোস্টিং ছিল ওই পুলিশকর্মীর। সূত্রের খবর, অফিসের বাইরে কর্তব্যরত অবস্থায় মাতলামি করতে শুরু করেন ওই এএসআই। তিনি এতটাই নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন যে তাঁর পা টলছিল, পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সেই ঘটনার চোখে পড়তেই তা ক্যামেরাবন্দি করতে শুরু করেন উপস্থিত জনতা।
চারপাশের লোকজনকে তাঁর ভিডিও শ্যুট করতে দেখে ক্ষেপে উঠেন সুরিন্দর। জনসাধারণের উদ্দেশে চিৎকার করে গালাগাল দিতে শুরু করেন তিনি। তারপরেই প্যান্ট খুলে যৌনাঙ্গ প্রদর্শন করতে শুরু করেন ওই এএসআই।
While on duty outside the DC Complex in Amritsar, ASI became uncontrollable under the influence of alcohol and started showing his private part by taking off his clothes. pic.twitter.com/U2Htvolk4I
— Gagandeep Singh (@Gagan4344) February 4, 2023
বলা বাহুল্য, সেই ঘটনাও ক্যামেরাবন্দি করেন উপস্থিত মানুষজন। পরে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে সেই ভিডিও। সেটি দেখে স্বভাবতই হতবাক নেটিজেনরা। কর্তব্যরত অবস্থায় কীভাবে একজন এএসআই মদ খেয়ে অশালীন আচরণ করলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। অভিযুক্ত পুলিশ কর্মীকে সাসপেন্ড করারও দাবি তোলেন নেটিজেনরা।
সূত্রের খবর, ঘটনার পরে গ্রেফতার করা হয় সুরিন্দর সিংকে। মেডিক্যাল পরীক্ষায় তাঁর মদ্যপ থাকার প্রমাণ মিলেছে। তবে তাঁকে সাসপেন্ড করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
শোরুম থেকে চুরি হিরের হার! সিসিটিভিতে ফাঁস সবটা, চোরের ল্যাজ দেখে তাজ্জব পুলিশ