
দ্য ওয়াল ব্যুরো: যাত্রীবোঝাই বাস ছুটছিল নিজের গতিতে। হঠাৎই হার্ট অ্যাটাক হয় চালকের (Driver Has Heart Attack)। স্টিয়ারিং-এর উপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সেই অবস্থাতেই বাস ছুটল হু হু করে। গাড়ি, বাইক এবং রিকশাকে ধাক্কা মেরে (Bus Rams Several Vehicles) চাপা দিয়ে কিছুদূর গিয়ে যখন থামল ঘাতক বাসটি, ততক্ষণে গুরুতর আহত হয়েছেন ২ শিশুসহ ৭ জন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে জব্বলপুরের (Jabalpur) একটি ট্রাফিক সিগনালে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হাড়হিম করা দুর্ঘটনার দৃশ্য। সূত্রের খবর, মৃত বাস চালকের নাম হরদেব পাল। ৬০ বছর বয়সি ওই ব্যক্তি গত ১ দশকেরও বেশি সময় সিটি মেট্রো বাস সার্ভিসের হয়ে চালকের কাজ করেছেন।
দুর্ঘটনার দিনেও বাস নিয়ে বেরিয়েছিলেন তিনি। শিশু ও মহিলা সহ একাধিক যাত্রী ছিল তাঁর বাসে। গাড়ি চালাতে চালাতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। স্টিয়ারিং ধরে থাকা অবস্থাতেই তার ওপর লুটিয়ে পড়েন হরদেব। সেই অবস্থাতেই ছুটতে থাকে বাস।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে রয়েছে একাধিক বাইক, একটি চারচাকা গাড়ি এবং একটি রিকশা। সেই সময় আচমকাই পিছন থেকে ছুটে আসে ঘাতক বাসটি। একটি ই-রিকশাকে ধাক্কা মেরে উল্টে দিয়ে বাইকগুলিকে চাপা দিয়ে কিছুদূর গিয়ে দাঁড়িয়ে পড়ে লাল রংয়ের বাসটি।
সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এক প্রৌঢ়ের। তাঁর পরিচয় সঠিকভাবে জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ই-রিকশায় থাকা দুই শিশু এবং বাসের ৪ জন যাত্রী।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময়ে বাসটির গতি খুব বেশি ছিল না। তাছাড়া বাসটি যাঁদের ধাক্কা মেরে এগিয়ে যায়, তাঁদের কেউই বাসের তলায় চাপা পড়েননি। নয়তো আহত এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারত বলে অনুমান পুলিশের।
ডায়মন্ড হারবারে বিজেপির মঞ্চ খুলে ফেলা হচ্ছে! গাড়িতে বক্তব্য রাখবেন শুভেন্দু, পাল্টা কুণাল