Latest News

‘মদের দোকানের সামনে গরু বেঁধে দেব, ওসব না খেয়ে দুধ খান’, ফের উমার গো-দাওয়াই

দ্য ওয়াল ব্যুরো: ‘মদ ছেড়ে গরুর দুধ খান’, বিজেপি নেত্রী উমা ভারতীর গো-দাওয়াই দিয়ে সরগরম মধ্যপ্রদেশ। মদ ছাড়াতে কোমর বেঁধে নেমে পড়েছেন উমা (Uma Bharti)। তিনি মনে করেন মদ খেয়েই পুরুষরা অত্যাচার করে মহিলাদের উপরে। তাই মেয়েদের উপর নির্যাতন কমাতে মদের দোকানগুলোতে (Liquor Shops) তালা লাগানোরই চ্যালেঞ্জ নিয়েছেন বিজেপি নেত্রী। আর যে সে চ্যালেঞ্জ নয়, মদের দোকানের সামনে গরু বেঁধে সকলকে ডেকে ডেকে দুধ খেয়ে যাওয়ার কথা বলছেন তিনি। গলা চড়িয়ে বলছেন, ‘‘দেখি, কে আমায় আটকায়!’’

মধ্যপ্রদেশের নিওয়ারি জেলার একটি শহর ওরচা। মন্দির শহর বলাই ভাল। উমার গো-ক্যাম্পেন শুরু হয়েছে এই শহর থেকেই। ওরচাকে মদ-শূন্য করতে উঠেপড়ে লেগেছেন তিনি। দু’দিন আগেই ওরচার একটি মন্দিরের কাছে মদের দোকানে তালা লাগিয়ে দেন উমার লোকজন। বিজেপি নেত্রী বলেন, এই দোকান থেকেই তাঁর কর্মসূচি শুরু হচ্ছে। এখানে মদের দোকান নয়, গোয়ালঘর তৈরি হবে। লোকজন মদ নয়, গরুর দুধ খাবেন।

‘শরাব নেহি, দুধ পিও’, অর্থাৎ মদ নয়, গরুর দুধ খাও–এটাই এখন উমা ভারতীর ক্যাম্পেনের ট্যাগ লাইন। তাঁর কর্মসূচির নামও দিয়েছেন উমা– ‘মধুশালায় গোশালা’। মানে হল শহরের যত দেশি মদের দোকান আছে সেইসব ভেঙে ফেলে সেখানে গোয়ালঘর তৈরি হবে। মদ বিক্রি বন্ধ করে গবাদি পশু পালন করবেন লোকজন। মদের বদলে খাবেন গরুর দুধ। তবেই অপরাধ কমবে শহরে। একটা ছোট্ট শহর থেকে শুরু হওয়া কর্মসুচি ধীরে ধীরে ছড়িয়ে পড়বে গোটা রাজ্যে।

পঞ্চায়েত ভোটে হারের ভয়েই তাঁকে আটকে রাখার চেষ্টা, বারুইপুর কোর্টে ঢোকার মুখে বললেন নওসাদ

মধ্যপ্রদেশে বিজেপি শাসন চললেও মদ বিক্রিতে তেমন লাগাম পড়েনি। উমার বক্তব্য, ভগবান রামের নাম করে ভোটে জিতে মন্দিরের সামনে মদের দোকান রাখা চলবে না। এই প্রসঙ্গেই উমা উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী মোদীর রাজ্য গুজরাতের কথা। সেখানে মদ নিষিদ্ধ। বিজেপি নেত্রীর আরও দাবি, গুজরাতের মেয়েরা গিরের সিংহীদের মতো রাতেও রাস্তায় নিরাপদে ঘুরে বেড়ান, মাঝরাতে ভেলপুরি খান। এর একমাত্র কারণ গুজরাতে মদ নিষিদ্ধ। মধ্যপ্রদেশকেও একইভাবে মদ-শূন্য করার চেষ্টা চালিয়ে যাবেন তিনি।

You might also like