Latest News

দ্রাবিড় নাকি রসিকতা করেন না! কোহলির সঙ্গে খুনসুটিতে মাতলেন দলের হেডস্যার

দ্য ওয়াল ব্যুরো: রাহুল দ্রাবিড় মানেই সবাই জানে সিরিয়াস গোছের এক মহান ক্রিকেটার। কেউ কোনওদিন দেখেনি তাঁর রসবোধের নমুনা। তিনি সবসময় অক্লান্ত এক সৈনিক, যিনি ক্রিকেট ছাড়া আর কিছু বোঝেন না।

ভারতীয় দলের কোচের পদে এসেও পুরো শিবিরকে শৃঙ্খলায় বেঁধে রেখেছেন। সেই মানুষটি যখন একটু আমুদে মেজাজে থাকেন, সেইসময় অবাক হতে হয় বৈকি। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ছবি পোস্ট করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, দ্রাবিড় নেটে দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে খুনসুটিতে মেতে রয়েছেন। তাঁরা একে অপরের হাত রেখে মেকি লড়াই করছেন। আসলে ফুটভলি খেলছিল পুরো দল, সেইসময় নেটের কাছে এমন দৃশ্য দেখা গিয়েছে।

ক্রিকেটমহলে এও জল্পনা ছিল, দ্রাবিড়ের নাকি কোহলিকে ওয়ান ডে দলের নেতা করার বিষয়ে অপছন্দ ছিল। সেটি তিনি নির্বাচকদের জানাতেই রোহিতকে দলের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আদতে বিষয়টি যা তা নয়, সেটি ভুল প্রমাণ করল এই ছবি। কোহলির সঙ্গেও দারুণ সম্পর্ক রয়েছে দ্রাবিড়ের।

এও বলা হয়েছিল, যেহেতু কুম্বলেকে সরানোর পিছনে বিরাটের ‘হাত’ রয়েছে, সেই জন্য কুম্বলের বন্ধু দ্রাবিড়ের অপছন্দের তালিকায় রয়েছেন কোহলিও। কিন্তু সবটাই যে অলিক ভাবনা, সেটাই মনে হয় প্রকারান্তরে প্রমাণ করলেন দ্রাবিড়। এই ঘটনাই প্রমাণ করেছেন দলের নেতা ও কোচের মধ্যে সম্পর্ক ভালই, সেটাই রসিকতার মাধ্যমে শিবিরে নতুন করে আশা দেখাচ্ছে।

এদিকে, শনিবার ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল। তিনি দক্ষিণ আফ্রিকায় কোহলির ডেপুটি হিসেবে কাজ করবেন। রাহানের থেকে নির্বাচকদের আস্থা যে লোকেশে বেশি, সেটাই বোঝা গিয়েছে।

You might also like