Latest News

ফের মিডিয়া সম্মেলন ‘বয়কট’ কোহলির, দলনেতার প্রশংসায় পরিবেশ ঠান্ডা করছেন দ্রাবিড়!

দ্য ওয়াল ব্যুরো: সেই দক্ষিণ আফ্রিকা রওনা হওয়ার আগে শেষ প্রেস কনফারেন্স করেছিলেন বিরাট কোহলি। তারপর থেকে বিতর্কের কেন্দ্রে বলে তিনি মিডিয়া সম্মেলন এড়িয়ে চলেছেন। প্রথম টেস্টে সেঞ্চুরিয়নেও আসেননি, খেলা শুরু ও শেষ হওয়ার পরেও। এমনকি জোহানেসবার্গেও এলেন না।

কেন তিনি বারবার প্রথাগত সাংবাদিক সম্মেলন এড়িয়ে যাচ্ছেন, এই নিয়ে প্রশ্ন উঠছে। কারণ খেলার আগে দলনেতার মিডিয়া সম্মেলন বাধ্যতামূলক ধরা হয়। যেহেতু ওয়ান ডে নেতৃত্ব থেকে সরার পরে তাঁকে নিয়ে চলছে নানা বিতর্ক। একবার বোর্ড প্রেসিডেন্ট বলছেন, তাঁকে বলা হয়েছিল টি ২০-র অধিনায়কত্ব থেকে না সরতে। সেই বক্তব্যকে জোরালো করেছে নির্বাচকপ্রধান চেতন শর্মার মন্তব্যও।

এবার কোহলিকে মিডিয়া প্রশ্ন করবে, তা হলে কে সঠিক, নির্বাচকপ্রধান না আপনি? সেই আশঙ্কাতেই তিনি মিডিয়া বয়কট করছেন। বোর্ড থেকেও তাঁকে বারণ করে দেওয়া হতে পারে। এমন কঠিন সময়ে বারবার সামনে আসতে হচ্ছে কোচ রাহুল দ্রাবিড়কে। তিনি দ্বিতীয় টেস্ট শুরুর আগে বলেছেন, ‘‘বিরাট আসছেন না, সেরকম কোনও বিষয়ই নয়। আমাকে বলা হয়েছে বিরাট এখন সাংবাদিক বৈঠক করবে না। কেপ টাউনে শততম টেস্ট খেলতে নামবে বিরাট। সেই সময়ে বিরাট প্রেস কনফারেন্সে এলে বড় ব্যাপার হবে। আপনারাও অনেক প্রশ্ন করতে পারবেন।’’

যদিও বিরাট বিতর্ক বড় আকার ধারণ না করে সেই জন্যই অতি প্রশংসা করছেন দ্রাবিড়। ভারতের কোচ বলছেন, ‘‘আমি জানি বাইরে বিরাটকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এমনকি এই টেস্টে খেলার আগেও ওকে নিয়ে চর্চা চলছে। কিন্তু সত্যি বলতে, মানসিক দিক থেকে দল অনেক ভাল জায়গায় রয়েছে এবং খোদ দলের নেতাই এ ব্যাপারে বাকিদের নেতৃত্ব দিচ্ছে, এটিও একটি দৃষ্টান্ত বলা যায়।’’

ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল আরও জানিয়েছেন, ‘‘যে ২০ দিন আমরা এখানে রয়েছি, সেই ক’দিনে অসাধারণ মানসিক অবস্থার মধ্যে রয়েছে বিরাট। যে ভাবে অনুশীলন করেছে, শরীরচর্চা করেছে এবং গোটা দলের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুলেছে, তা প্রশংসনীয়। বাকিদের পথ দেখাচ্ছে কোহলি।’’

বোঝাই যাচ্ছে, মাঠের বাইরেও সমান চাপে রয়েছেন কিং কোহলি।

 

You might also like