Latest News

আমার ভোটই প্রমাণ, গরিবরাও স্বপপূরণ করতে পার: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

দ্য ওয়াল ব্যুরো: দেশের সাংবিধানিক প্রধান হিসাবে সোমবার আনুষ্ঠানিক ভাবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। সংসদের সেন্ট্রাল হলে এদিন তাঁকে শপথ (President Of India) বাক্য পাঠ করিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা।

সাংবিধানিক রীতি অনুযায়ী সেন্ট্রাল হলে শপথ বাক্য করার পর সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা দেন নব নির্বাচিত রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মুও এদিন শপথ বাক্য পাঠের পর সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছেন। তা তিনি যে মূল বিষয়গুলি ছুঁয়ে গিয়েছেন তা হল—

  • “আমার নির্বাচনই প্রমাণ দেশের গরিবরা স্বপ্ন দেখলে তা সার্থকও করতে পারেন”।
  • “এক সময়ে প্রাথমিক শিক্ষা অর্জন করাই আমার স্বপ্ন ছিল”।
  • “আমি দেশের যুব সম্প্রদায়কে বলতে চাই, শুধু নিজের ভবিষ্যতের কথাই ভেবো না, দেশের ভবিষ্যতের জন্য ভিত গড়ার কথাও ভাব। রাষ্ট্রপতি হিসাবে আমি সবসময়ে তোমাদের পাশে থাকব।”
  • “দেশের প্রান্তিক মানুষের কল্যাণই হবে আমার লক্ষ্য।”
  • “ভারত সার্বিক উন্নয়নের দিকে এগোচ্ছে… কোভিডের বিরুদ্ধে ভারতের লড়াই আন্তর্জাতিক স্তরে দেশের প্রভাব বাড়াতে সাহায্য করেছে।”

আরও পড়ুন: সংসদ ভবনে ইতিহাস! রাষ্ট্রপতি পদে শপথ নিলেন প্রথম কোনও আদিবাসী মহিলা, ঘটনাপ্রবাহ এক নজরে

You might also like