Latest News

রাষ্ট্রপতিকে কি নাম ধরে সম্বোধন করা যায়? সংশয় নিয়ে দ্রৌপদীর মুখোমুখি স্কুলের সহপাঠী

দ্য ওয়াল ব্যুরো: ‘চুনি কাইন?’ ওড়িয়া বাক্যটির বাংলা অর্থ হল, চুনি কোথায়? জবাব এল, ‘চুনি ভাল আছে। সে শহর থেকে অনেকটা দূরে থাকে। তাই আসতে পারেনি।’

চুনির খোঁজ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চুনি তাঁর ছোটবেলার বান্ধবী। চুনি না এলেও ছিলেন তাঁর জমজ বোন, রাষ্ট্রপতির স্কুল জীবনের আর এক সহপাঠী তন্ময়ী। চল্লিশ বছর পর দু’জনের দেখা (Draupadi Murmu Reunites with School Friend)। শুধু তন্ময়ী বিষয়িই নন, রাষ্ট্রপতির (President) স্কুলবেলার ১২ জন সহপাঠী হাজির ছিলেন পুনর্মিলনের ছোট্ট আয়োজনে।

রাষ্ট্রপতি হওয়ার পর দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) গতকাল প্রথমবার নিজের রাজ্য ওড়িশা (Odisha) সফরে গিয়েছেন। গতকালের সফরসূচিতে ছিল ভুবনেশ্বর গভর্নমেন্ট ক্যাপটিল গার্লস হাইস্কুল পরিদর্শন। লাগোয়া ছাত্রী নিবাসে থেকে এই স্কুলে ক্লাস এইট থেকে ইলেভেন পর্যন্ত পড়েছেন। স্কুলেই আমন্ত্রণ জানানো হয়েছিল রাষ্ট্রপতির সহপাঠীদের। স্কুল কর্তৃপক্ষ ১২ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। অনেকেই এখন আর ভুবনেশ্বরে থাকেন না। রাজ্যের নানা প্রান্ত থেকে ছুটে আসেন স্কুলবেলার সহপাঠীরা, আজকের রাষ্ট্রপতির সঙ্গে কিছু সময় কাটাতে।

তন্ময়ী বিষয়ি ও তাঁর পরিবারের সঙ্গে দ্রৌপদীর খুবই অন্তরঙ্গ সম্পর্ক ছিল। তন্ময়ী বলছিলেন, আমাদের বাড়ি ছিল ছাত্রী নিবাসের পাশে। বন্ধুরা প্রায়ই আমাদের বাড়িতে আসত। আর লাগোয়া মাঠে একসঙ্গে খেলাধুলো করেছি আমরা। ১৯৭৪ সালে স্কুল জীবন শেষ করে ভুবনেশ্বর থেকে ময়ুরভঞ্জের বাড়িতে চলে যান রাষ্ট্রপতি। তারপর মাঝেমধ্যে আচমকা কারও সঙ্গে কোথাও দেখা হলেও এমন আনুষ্ঠানিক আড্ডার সুযোগ হয়নি।

স্কুলের সহপাঠী আজ দেশের প্রথম নাগরিক। বছর চৌষট্টির তন্ময়ী বলছিলেন, স্কুল থেকে যখন বলা হল, দ্রৌপদী আসছে, আমার মনের মধ্যে তখন থেকে প্রশ্ন ঘোরাফেরা করছিল, কী বলে ওঁকে সম্বোধন করব। সহপাঠী হলেও রাষ্ট্রপতিকে কি নাম ধরে ডাকা যায়? যখন মুখোমুখী হব, তখন কোন বিষয়টি আগে আসবে নাগরিক-রাষ্ট্রপতি সাক্ষাৎ নাকি, স্কুলের বান্ধবীদের পুনর্মিলন?

বিষয়ি বলেন, দেখা হওয়ার পর বুঝলাম, এসব নিয়ে মিছেই দুশ্চিন্তা করেছি। দ্রৌপদী এমনভাবে আমাদের সঙ্গে কথা বলল, যে বন্ধুদের পুনর্মিলনেই সীমাবদ্ধ থাকল সময়টা। রাষ্ট্রপতির আন্তরিক ব্যবহার এবং স্কুলবেলার কথা স্মরণে রাখার বিষয়ে বোঝাতে গিয়ে তন্ময়ী বলেন, দ্রৌপদী ওড়িয়াতে জানতে চাইল আমার বোনের কথা। বান্ধবী সম্পর্কে তন্ময়ীর মূল্যায়ন, স্কুলে পড়ার সময় দ্রৌপদী ছিল শৃঙ্খলাবদ্ধ, সৎ ও পরিশ্রমী। সেই সব গুণের কোনও পরিবর্তন হয়নি। দেশের সর্বোচ্চ পদে বসেও একই রকম আছে।’

তুলসী মুন্ডা ব্লকের কুন্তলকুমারী সাবত আদিবাসী গার্লস হোস্টেলের যে ঘরে তিনি থাকতেন গতকাল সেটিও পরিদর্শন করেন রাষ্ট্রপতি। অনেকটা সময় চেয়ে থাকেন দেওয়ালে টাঙানো সাদা-কালো ছবিগুলির দিকে।

ভোটমুখী গুজরাতে কালো টাকার সন্ধানে ১৫০ জায়গায় অভিযানে এটিএস-জিএসটি

You might also like