Latest News

টুইটারে নতুন ডিপি প্রধানমন্ত্রীর! নিজের নয়, কীসের ছবি দিলেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: টুইটারে ডিসপ্লে পিকচার (DP) অর্থাৎ ডিপি বদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে ১০০ কোটি মানুষের কোভিড টিকাকরণ সম্পূর্ণ হওয়ার পরেই সেই সাফল্যের চিহ্ন হিসেবে নিজের ছবি বদলালেন মোদী। সে ছবিতে এখন তিনি নেই। রয়েছে করোনার ভ্যাকসিনের একটি শিশি। তাতে লেখা আছে ১০০ কোটির ভ্যাকসিনের কথা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী ছবিতেই বার্তা রেখেছেন, ‘ভারতকে অভিনন্দন’।

দেখুন সেই নতুন ডিপি।

Image

বৃহস্পতিবারই সরকারি পরিসংখ্যান বলে, দেশের ১০০ কোটি মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে। এর পরেই টুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন, “ভারত ইতিহাস লিখেছে। দেশেক বিজ্ঞান, প্রযুক্তি ও ১৩০ কোটি মানুষের সমবেত প্রয়াসের ফলে এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী আমরা।”

এর পরেই আজ, শুক্রবার নিজের ডিপি বদল করে একই বার্তা দেন তিনি।

জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, দেখুন লাইভ হাইলাইটস

এর আগে এপ্রিল মাসে টুইটারে ডিপি বদল করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেবারে ছিল লকডাউন বাড়ার ঘোষণা। সে ছবিতে মোদীর মুখ-নাক ঢাকা ছিল মাস্ক নয়, অসমের ঐতিহ্যের প্রতীক ‘গামোছা’ দিয়ে।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like