Latest News

সমুদ্রের পাড়ে আহত ডলফিন! লেজ থেকে ঝরছে রক্ত, দিঘায় হইচই

দ্য ওয়াল ব্যুরো: দিঘাতে (Digha) তৈরি হয়েছে নতুন মেরিন ড্রাইভ (Merin Drive)। তাই নিয়ে বাঙালির উত্তেজনা তুঙ্গে। একটা সময় প্রচলিত ছিল বাঙালির বেড়াতে যাওয়ার মানেই, সস্তায় পুষ্টিকর ‘দি-পু-দা’। এই ‘দি-পু-দা’র শুরুতেই আসে দিঘার কথা। সেই দিঘাতে নতুন সংযোজন (Dolphin) অবশ্যই আনন্দের। আর সেই আনন্দে ভিড়ও বাড়ছে দিঘাতে।

কাল সকালে দিঘার সৈকতে পর্যটকদের স্নান করার মুহূর্তে ভেসে এল এক ডলফিন। তার লেজ থেকে ঝরছে রক্ত। পাড়ে এসে নেতিয়ে পড়েছে ডলফিনটি। ডলফিন দেখতে ভিড় জমান বহু পর্যটক।

পর্যটকদের মধ্যে থেকেই কয়েকজন এগিয়ে এসে কোলে তুলে নেন বিরাট ডলফিনটিকে। তারপর খবর দেওয়া হয় দিঘার বন দফতরকে। খবর পেয়েই এসে পৌঁছন বন দফতরের কর্মীরা। তৎক্ষণাৎ শুরু হয় ডলফিনটির চিকিৎসা। আপাতত ডলফিনটির চিকিৎসা চলছে।

ডলফিনের মত শান্ত ও দরদী প্রাণী সমুদ্রে মেলা ভার। বিশাল সমুদ্রে মানুষকে সাহায্য করতে ডলফিনের জুরি নেই। তবে দিঘার সমুদ্রে ডলফিন মেলা খুব একটা পরিচিত ঘটনা নয়। তাই অসুস্থ ডলফিনকে পেয়ে তাকে দেখার আগ্রহের সীমা নেই পর্যটকদের।

পার্থকে নিয়ে ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দিল ইডি, এইমসে হবে স্বাস্থ্য পরীক্ষা

You might also like