Latest News

একরত্তিকে রাস্তায় ফেলে ছিঁড়ে খেল কুকুরের দল! দেখুন ভয়াবহ সেই ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: একরত্তি মেয়ে ছুটে আসছিল রাস্তা দিয়ে। তাকে তাড়া করেছিল বেশ কয়েকটি কুকুর। শেষমেশ বাচ্চাটিকে রাস্তায় ফেলে তার মাথা কামড়ে ধরে কুকুরগুলি। এমনই এক ঘটনার ভয়াবহ সিসিটভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা।

কুকুরকে সাধারণত হিংস্র হয়ে উঠতে দেখা যায় না। এই এই ভিডিও দেখলে তা মানতে কষ্ট হবে। রাস্তা দিয়ে বাচ্চারা দৌড়লে এমনিতেই কুকুররা তৎপর হয়ে ওঠে। দ্রুততার সঙ্গে যে কোনও গতিবিধি দেখলেই ডেকে উঠতে শোনা যায় কুকুরদের। কিন্তু একরত্তি বাচ্চাটিকে কামড়ে ধরে তার মাথা খুবলে দিয়েছে রাস্তার কুকুররা।

জানা গেছে ঘটনাটি  ভোপালের অঞ্জলি বিহার কলোনির। ভিডিওটিতে দেখা গেছে বাচ্চা মেয়েটিকে চারপাশ থেকে ঘিরে ধরেছে হিংস্র কুকুরগুলি। বাচ্চাটি ভয়ে কাতর, পালানোর পথ পায়নি। তার জামা টেনে রাস্তায় তাকে শুইয়ে দিয়েছে কুকুরের দল। তারপরেই তার হাতে পায়ে মাথায় কামড়াতে শুরু করেছে পাগলের মতো।

বাচ্চা মেয়েটির চিৎকার শুনে ছুটে আসেন এক ব্যক্তি। তিনিই একরত্তিকে উদ্ধার করেন। এই ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। আপাতত গুরুতর জখম অবস্থায় ওই শিশুকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

You might also like