
দ্য ওয়াল ব্যুরো: রেললাইনে দুটো পা-ই কাটা পড়েছিল লাভপুরের পথের কুকুর (dog) ‘হুলো’র। যন্ত্রণায় নিস্তেজ হয়ে পড়ছিল সে। সকলে ভেবেছিল মারাই যাবে সে। হালও ছেড়ে দিয়েছিল সবাই। এমন কত কুকুরই তো মারা যায়!
কিন্তু ঘটনাচক্রে এই দুর্ঘটনার খবর পৌঁছেছিল সিউড়ির স্বেচ্ছাসেবী সংস্থা ‘নির্বাকন্নর’ কাছে। খবর পেয়েই হুলোকে উদ্ধার করে তাঁরা নিয়ে যান পশু হাসপাতালে। সেখানেই কুকুরটির প্রাণ বাঁচাতে তার পেছনের দুটো পায়ের অবশিষ্টাংশও বাদ দেওয়া হয়।
তবে যত্ন পেয়ে শারীরিক ভাবে সুস্থ হয়ে উঠলেও ছুটোছুটি করতে পারত না হুলো। অন্য কুকুরদের মাঝেও মনমরা হয়ে থাকত। এরপর ‘নির্বাকন্ন’র সদস্যরা মিলে অর্ডার করেন চাকা লাগানো কৃত্রিম পা, যাতে ভর করে হাঁটতে পারবে সে।
মহারাজা, তোমাদের সেলাম! একসঙ্গে ৬টি বাঘ ঘুরছে বনপথে, দেখুন বিরল ভিডিও
কয়েক দিনের অপেক্ষার পরে সেই পা এসে পৌঁছতেই লাগিয়ে দেওয়া হয় হুলোর পেছনের পায়ের জায়গায়। ব্যস, তারপর হুলোকে আর কে পায়! সারাদিন সেই নতুন পায়েই ছুটোছুটি করে খেলছে সে। দিব্যি সুস্থ!
স্বেচ্ছাসেবী সংস্থার এই কাজকে কুর্নিশ করছে সকলে। চতুর্দিকে যেখানে মানুষে-মানুষে হানাহানির খবর, সেখানে না-মানুষের জন্য এমন দরদ দেখে অনেকেরই চোখে জল।