Latest News

তুনিশার আত্মহত্যায় শীজানের প্ররোচনার প্রমাণ চাইল বম্বে হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু (Tunisha Sharma Death) এক মাস কেটে গেছে। মেকআপ রুমের বাথরুমে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। পুলিশ এই মৃত্যু রহস্যের তদন্তে গ্রেফতার করেছে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক শীজান খানকে (Sheezan Khan)। অভিযোগ, তুনিশাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল শীজান। এই মৃত্যু রহস্যের তদন্তের গতি নিয়ে এবার সন্দেহ প্রকাশ করল বম্বে হাইকোর্ট। পুলিশকে বিচারপতি প্রশ্ন করেন, ‘মৃত্যুর তদন্ত সঠিক পথে হচ্ছে তো? শীজানের বিরুদ্ধে কোনও প্ররোচনা দেওয়ার প্রমাণ মিলেছে?’

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর থেকে জেলেই রয়েছেন তুনিশার প্রাক্তন প্রেমিক তথা সহ-অভিনেতা শীজান। তুনিশার পরিবার শীজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে। উঠে এসেছে লাভ জিহাদ প্রসঙ্গও। এমনকী উর্দু শিখতে ও হিজাব পরতে বাধ্য করেছিলেন শীজান এমন অভিযোগও সামনে এসেছে। মেয়ের মানসিক অবস্থার অবনতির জন্য শীজানকেই কাঠগড়ায় তুলেছিলেন তুনিশার মা বনিতা শর্মা।

তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় শীজানকে। অভিনেতার পক্ষে আইনজীবী জামিনের আবেদন করে বম্বে হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি রেবতী মোহিতে-দেরে ও বিচারপতি পৃথ্বীরাজ চহ্বনের বেঞ্চে এই মামলার শুনানি ছিল।

পুলিশ এতদিন কোন পথে তদন্ত করেছে, তার কেস ডায়েরি চেয়েছে আদালত। এদিন শীজানের আইনজীবী ধীরাজ মিরাজকার আদালতে বলেন, পুলিশ শুধুমাত্র সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত করছে। সরকারি আইনজীবী অরুণা পাই বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে তুনিশা যখন মেকআপ রুমে যান তখন স্বাভাবিকই ছিলেন। এরপর শীজান যান সেখানে। শীজান সেখান থেকে বেরিয়ে যান কিছুক্ষণ পরে। তাঁর পিছন পিছন বাইরে আসেন তুনিশা, তখন তাঁকে বিপর্যস্ত লাগছিল।’

সরকারি আইনজীবী এদিন আদালতে এটাই তুলে ধরার চেষ্টা করেন যে, মেকআপ রুমে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এবং তারপরই আত্মহত্যা করেন তুনিশা। শীজানের আইনজীবী এদিন আদালতে জানান, তাঁদের তদন্ত নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু এই তদন্তের জন্য শীজানকে কেন এক মাসের বেশি জেলে আটকে রাখা হয়েছে?

এরপরই বিচারপতি চহ্বন সরকারি আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, ‘তদন্ত কি সঠিক পথে হচ্ছে? আপনারা কি কোনও ইঙ্গিত পেয়েছেন?’ বিচারপতি রেবতী যোগ করেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কি শীজানের বিরুদ্ধে এই অভিযোগের কোনও প্রমাণ মিলেছে?’ সরকারি আইনজীবী জানিয়েছেন, ‘ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট হাতে এলেই এই বিষয়ে স্পষ্ট করে বলা সম্ভব হবে।

১০০ টাকা ঘুষের বিচার হল তিন দশক পরে! জেলে গেলেন ৮২ বছরের প্রাক্তন রেলকর্মী

You might also like