Latest News

কোভিডে ছোট হয়ে গেছে পুরুষাঙ্গ! আক্ষেপ করছেন রোগী নিজেই

দ্য ওয়াল ব্যুরো: জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা তো আছেই, কোভিড থেকে সেরে ওঠার পরেও ভুগছেন কেউ কেউ। অস্বাভাবিক দুর্বলতা থেকেই যাচ্ছে। তবে কোভিডের সাইড এফেক্টে আরও বড় কিছু কি হতে পারে? ছোট হয়ে যেতে পারে পুরুষাঙ্গ? সম্প্রতি তেমনই আতঙ্কের কথা শোনালেন ভুক্তভোগী।

৩০ বছর বয়সি এক যুবক জানিয়েছেন কোভিডের পর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন তিনি। তাঁর পুরুষাঙ্গের সাইজ নাকি কমে গিয়েছে বেশ খানিকটা। এর জন্য কোভিডকেই দায়ী করছেন ওই যুবক। তিনি জানিয়েছেন তাঁর পুরুষাঙ্গের সাইজ আগের চেয়ে দেড় ইঞ্চি কমে গেছে।

গত বছরের জুলাই মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন ওই যুবক। ভর্তি হতে হয়েছিল হাসপাতালেও। এখন তাঁর আক্ষেপ, কোভিড তাঁর শরীরে স্থায়ী ক্ষতি করে দিয়ে গেছে। তাঁর পুরুষাঙ্গ ছোট হয়ে গেছে। ডাক্তাররা জানিয়েছেন এই সমস্যা স্থায়ী, আর তাঁর পুরুষাঙ্গ বড় হবে না।

শুধু এই যুবক নয়, ডাক্তাররা সামগ্রিকভাবেই জানিয়েছেন, কোভিড পরবর্তী অসুস্থতার মধ্যে যৌনক্ষমতায় প্রভাব পড়া অন্যতম। পুরুষদের অনেকেরই নাকি এতে যৌনক্ষমতা হ্রাস পাচ্ছে। এর জন্য অবশ্যই সকলকে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। ভ্যাকসিন নিলে এই ঝুঁকি কমে যায়।

গত বছরের অগস্ট মাসের এক সমীক্ষা থেকে জানা গেছে, কোভিড আক্রান্ত রোগীর অনেকেরই পুরুষাঙ্গে মিলেছে ভাইরাস। সেখানে রক্ত চলাচলে প্রভাব ফেলেছে ভাইরাস, মতামত তেমনটাই।

You might also like