Latest News

শহরের নামী বেসরকারি হাসপাতালের তরুণী চিকিৎসকের আত্মহত্যা, উদ্ধার ঝুলন্ত মৃতদেহ

দ্য ওয়াল ব্যুরো: শহরে উদ্ধার তরুণী চিকিৎসকের (Doctor) ঝুলন্ত দেহ (Deadbody)। হরিদেবপুর থানার অন্তর্গত ডায়মন্ড সিটি সাউথের ৩ নম্বর টাওয়ারের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ৩৩ বছর বয়সি চিকিৎসকের মৃতদেহ (dead body)।

জানা গেছে, মৃতা চিকিৎসকের নাম দেবিকা চট্টোপাধ্যায়। তিনি কোঠারি হাসপাতালে কর্মরত ছিলেন। আগে বিয়ে হয়েছিল দেবিকার। তবে বিবাহ বিচ্ছেদের পর তিনি মা-বাবার সঙ্গেই থাকতেন বলে জানা গেছে। রবিবার সকালে দেবিকাকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও দরজা খোলেননি তিনি। এরপরেই সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন তাঁর বাবা-মা। তখন তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

দীপিকার ঘর থেকে একটি সুইসাইড (Suicide) নোট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সেই নোটে কাউকে দায়ী করে যাননি তিনি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন দেবিকা। সেই কারণেই এরকম চরম পদক্ষেপ তিনি নিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে প্রকৃত কারণের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

আরামবাগে আল-কায়দা জঙ্গি সন্দেহে ধৃত ব্যক্তির বাড়িতে হাজির এসটিএফের তদন্তকারীরা

You might also like