
দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস দুর্নীতিতে (SSC Scam) পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের (Partha Chatterjee) পর জানা গিয়েছিল, তাঁর ওজন ১১১ কেজি। ভুবনেশ্বর এইমসে স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল পার্থর। পরে অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার পর চিকিৎসকরা ওজন নিয়ে দেখেন কেষ্ট মণ্ডলের (Anubrata Mondal) ভার ১২০ কেজি। অর্থাৎ দু’জনেই হেভিওয়েট। শুধু রাজনীতিতে নয়, শরীরের ওজনেও তাঁরা একশ কেজি পার করেছেন।
শনিবার তা নিয়েই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি খোঁচা দিয়ে বলেন, “সিবিআই ঠিক করেছে ১ ক্যুইন্টাল না হলে তুলবে না”।
শুধু বাংলায় নয়, ঝাড়খণ্ড, দিল্লি, কেরল সহ বিরোধী শাসিত রাজ্যগুলিতে ইদানীং সিবিআই-ইডি বেশ সক্রিয়। শনিবার এ বিষয়ে দিলীপ বলেন, “সারা ভারত জুড়ে শুদ্ধিকরণ শুরু হয়েছে। এই যজ্ঞে এবার অনেককেই আহুতি দিতে হবে। মোটা মোটা লোক তোলা শুরু হয়েছে। তবে চিন্তার কারণ নেই, কেউ পার পাবে না। পুঁটি, পাঁকাল, চ্যাং মাছ কেউই বাদ যাবে না”।
পার্থ-অনুব্রত গ্রেফতারের পর কৌশলেই বিজেপি এ সব হেঁয়ালি বা খোঁচা দেওয়া শুরু করেছে। যাতে তৃণমূলের ভাবমূর্তি আরও ধুলিমলিন করা যায়। তা ছাড়া এই দুই ব্যাপারে তৃণমূল কিছুটা রক্ষণাত্মক হয়ে যাওয়াতেও সুবিধা পাচ্ছেন দিলীপ ঘোষরা। যেমন গত পরশু রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বহরমপুরে গিয়ে বলেন, জেলে গিয়ে পার্থ-অনুব্রতরা অসুস্থ হয়ে পড়ছেন। ওদের জন্য শিগগির হাকিমকেও জেলে পাঠানো হবে।
মেঘের গর্জন সঙ্গে দমকা হাওয়া! দুপুরেই ঝেঁপে বৃষ্টি নামল কলকাতায়