
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আবাস যোজনার ( Awas Yojana ) তালিকা নিয়ে তোলপাড় হচ্ছে বাংলা। শনিবারই মুর্শিদাবাদের ( Murshidabad ) ভরতপুর-২ ব্লকের এক পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েতের ১৭ জন সদস্য পদ থেকে ইস্তফা দেন। পদত্যাগী প্রধান সৈয়দ নাসিরুদ্দিন কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন, যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য তাঁদের নাম তালিকায় নেই। তাই প্রাণ বাঁচাতে তাঁরা পদত্যাগ করছেন। এই নিয়ে রবিবারই মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। বললেন, “পঞ্চায়েতের লোকেরা এত লুঠ করেছে, পেটানোর ভয়ে পদত্যাগ করে পালাচ্ছে।” স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি আরও বলেন, “পাবলিক পেটাবে বলে আগেভাগে পদত্যাগ করে দিয়ে পালাচ্ছে। কারণ জানে পাবলিকের মার দুনিয়া পার!”
২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন। এই দিনটিকে বিজেপি সুশাসন দিবস হিসেবে পালন করে। রবিবার বর্ধমান উত্তর বিধানসভার হিরাগাছি কুলারী এলাকায় সুশাসন দিবসের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে দিলীপ ঘোষ এই মন্তব্য করেন। দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, কোথাও রাস্তা হয়নি। জল নেই, বিদ্যুৎ নেই, স্কুলে মাস্টার নেই, থানায় পুলিশ নেই, হাসপাতালে ডাক্তার নেই, চারিদিকে খালি নেই আর নেই। নেই-এর রাজত্ব। টাকা নেই? তাহলে পার্থ, কেষ্ট মণ্ডলের বাড়িতে এত টাকা কোথা থেকে এল? টাকা আছে, টিভিতে দেখাচ্ছে। শুধু দিদির কাছে টাকা নেই। দিলীপের দাবি, মোদী সরকার যা টাকা পাঠাচ্ছে তা রাজ্যের শাসকদল লুটে নিচ্ছে।
মুর্শিদাবাদের পঞ্চায়েত সদস্যদের ইস্তফা প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, আর পালাবার রাস্তা নেই। বাংলার বাইরে গেলে লোকেরা চোর বলে ধরবে। আর এখানে পাবলিক ধরবে। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান। দাবি করেন তেইশের পঞ্চায়েত নির্বাচন থেকেই বাংলায় পরিবর্তনের সূচনা হবে।
উল্লেখ্য, শনিবার মুর্শিদাবাদের ভরতপুরের পদত্যাগী পঞ্চায়েত প্রধান সৈয়দ নাসিরুদ্দিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, “আমরা চেষ্টা করেছিলাম এই মানুষগুলো যাতে ঘর পায়। কিন্তু হয়নি। এবার তো আমাদের ধরবে ওরা। আমাদের পঞ্চায়েত সদস্যদের হেনস্থা করবে। প্রাণভয়েই আমরা ইস্তফা দিচ্ছি।” ওই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। রবিবার আবার পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও স্থানীয় আশা কর্মীদের বিরুদ্ধে আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার লাগায় গ্রামবাসীরা।