Latest News

৩৭০ ধারা নিয়ে দিগ্বিজয়ের মন্তব্যে ঝড়, পাল্টা টুইট কংগ্রেস নেতারও

দ্য ওয়াল ব্যুরো : এক পাকিস্তানি সাংবাদিক শনিবার জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার ব্যাপারে বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংকে প্রশ্ন করেন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় বলেন, তাঁদের দল ক্ষমতায় এলে বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করবে। এর পরেই বেশ কয়েকজন বিজেপি নেতা দিগ্বিজয়ের কড়া সমালোচনা করে টুইট করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং টুইটারে লেখেন, “দিগ্বিজয়ের ওই মন্তব্যে কংগ্রেস পার্টির মানসিকতা প্রকাশ পেয়েছে। তারাই কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করেছিল।” একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সোশ্যাল মিডিয়া শাখার প্রধান অমিত মালব্যের পোস্ট করা একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন।

ওই ভিডিও ক্লিপে দেখা যায়, দিগ্বিজয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে উদ্ধৃত করে বলছেন, কাশ্মীরের জন্য চাই ‘ইনসানিয়ত, কাশ্মীরিয়ত ও জমহুরিয়ত (গণতন্ত্র)’। পরে দিগ্বিজয় বলেন, “৩৭০ ধারা বাতিল হওয়ার পরে কাশ্মীরে আর গণতন্ত্রের অস্তিত্ব নেই। সেখানে মানবিকতাও নেই। কারণ বহু লোককে বন্দি করা হয়েছে। কাশ্মীরিয়ত এমন একটা বিষয় যা ধর্মনিরপেক্ষতার সঙ্গে যুক্ত।” পরে তিনি বলেন, “কাশ্মীর একটি মুসলিম প্রধান রাজ্য। কিন্তু একসময় সেখানকার রাজা ছিলেন হিন্দু। তাঁরা শান্তিতে বাস করতেন। কাশ্মীরি পণ্ডিতদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল।”

শেষে দিগ্বিজয় বলেন, “এখন আর জম্মু-কাশ্মীর রাজ্যের অস্তিত্ব নেই। ব্যাপারটা খুবই দুঃখের। কংগ্রেস নিশ্চিতভাবেই এই সিদ্ধান্ত সম্পর্কে পুনর্বিবেচনা করবে।”

বিজেপির সম্বিত পাত্র বলেন, “ওই সাংবাদিককে ৩৭০ ধারা নিয়ে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই। আমি কংগ্রেসকে বলব, তারা নিজেদের দলের নাম রাখুক অ্যান্টি ন্যাশনাল পার্টি।” মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, “কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কংগ্রেসই ৩৭০ ধারা চালু করে পাপ করেছিল। কংগ্রেস এখন কী পুনর্বিবেচনা করতে চায়? তারা কি বিচ্ছিন্নতাবাদীদের ফিরিয়ে আনতে চায়?”

এই সমালোচনার জবাবে দিগ্বিজয়ও কয়েকটি টুইট করেন। তিনি লেখেন, “কংগ্রেসের লক্ষ লক্ষ অনুগামী মোদী-শাহ সরকারের বিরুদ্ধে লড়াই করবে। যে সরকার এই বিপর্যয় ডেকে এনেছে, তাকে ভোটে ক্ষমতা থেকে সরানো হবে।”

হিন্দিতে অপর একটি টুইটে দিগ্বিজয় লেখেন, “হয়তো অশিক্ষিতরা শ্যাল আর কনসিডার শব্দদু’টির অর্থ জানে না।”

২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা হয়। তখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা ও ফারুক আবদুল্লাকে আটক করা হয়েছিল। কংগ্রেস ওয়ার্কিং কমিটি সেই সময় ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের বিরোধিতা করে।

You might also like