Latest News

Digha: পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে দিঘার হোটেলে আত্মঘাতী যুবক

দ্য ওয়াল ব্যুরো: পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে সবার অলক্ষ্যে দিঘার (Digha) হোটেলে আত্মঘাতী (Suicide) হলেন এক পর্যটক। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম জয় কর্মকার (২২)। ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে সৈকত শহরে।

সোমবার উত্তর ২৪ পরগনা অশোকনগর থেকে ১৪ জনের একটি দল দিঘায় (Digha) বেড়াতে আসে। নিউ দিঘার একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। মঙ্গলবার সন্ধেবেলা পরিবারের লোকজন সমুদ্র সৈকতে বেড়াতে যান। জানা গেছে, শরীর ভালো নেই বলে হোটেলের ঘরে একা থেকে যায় ওই যুবক। পরিবারের সদস্যরা ফিরে এসে দেখেন সিলিং ফ্যানে গামছা দিয়ে ঝুলছে যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ জানিয়েছে, মৃত যুবক উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার ঘুমা নিবেদিতা পল্লীর বাসিন্দা ছিলেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে জন্য পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এক পরেশ সিবিআই দফতরে, আর এক পরেশ কোথায়

You might also like