
আরও পড়ুন
বাজার দখলে রাখতে তথ্য চুরি করছে গুগল, প্রশ্নের মুখে সুন্দর পিচাই
ডিজেলের দামে মাত্রা ছাড়া বৃদ্ধিতে নাভিশ্বাস উঠছিল আম আদমির। আর তা থেকে মুক্তি দিতেই এগিয়ে এল আম আদমি পার্টির সরকার। রাজকোষের ব্যাপক ক্ষতি হওয়া সত্বেও ডিজেলের দাম কমানোর উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি টুইট করে ডিজেলের উপর থেকে ভ্যাট কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।
Delhi Cabinet has decided to reduce VAT on diesel from 30% to 16.75%. This will reduce price if diesel in Delhi from Rs 82 to Rs 73.64 i.e. by Rs 8.36 per litre | LIVE https://t.co/UDKzuSQJI9
— Arvind Kejriwal (@ArvindKejriwal) July 30, 2020
কেজরিওয়াল জানিয়েছেন, এদিন দিল্লি মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে ডিজেলের উপরে ভ্যাট ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৬.৭৫ শতাংশ করা হবে। অর্থাৎ, এক ধাক্কায় ডিজেলের উপরে রাজ্যের ভ্যাট প্রায় অর্ধেক কমে গেল। যার জেরে রাজধানীতে বৃহস্পতিবার লিটারপ্রতি ডিজেলের দাম কমছে প্রায় ৮.৩৬ টাকা। এদিন সকালেও রাজধানীতে ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ৮১ টাকা ৯৪ পয়সা। মন্ত্রিসভার সিদ্ধান্তের পরে কমে হয়ে যায় লিটারপ্রতি ৭৩ টাকা ৬৪ পয়সা। ডিজেলের উপরে ভ্যাটের হার কমালেও পেট্রলের উপরে ভ্যাট অপরিবর্তিতই রেখেছে দিল্লি সরকার। এদিন দিল্লিতে পেট্রলের দর লিটার প্রতি ৮০ টাকা ৪৩ পয়সা।
দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে টানা ৮২ দিন ধরে বন্ধ ছিল জ্বালানি তেলের মূল্য নির্ধারণ। মার্চ মাসের মাঝামাঝি থেকেই তা বন্ধ হয়ে যায়। লকডাউনে জ্বালানির চাহিদাও ছিল তলানিতে। আনলক ওয়ানে ফের প্রতিদিন তেলের মূল্য নির্ধারণ শুরু করে তেলের কোম্পানিগুলি। আর তারপর থেকেই দাম বাড়তে শুরু করে। তবে দিল্লিতে বেশি দামের পিছনে আরও একটা কারণ ছিল। করোনা সংক্রমণ বড় আকার নেওয়ার ঠিক আগেই মার্চ মাসের গোড়ায় রাজধানীতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে ৩ টাকা করে আবগারি শুল্ক বাড়ায় কেজরিওয়াল সরকার। তারপর করোনা সংক্রমণ ও তার জেরে লকডাউনের পর দেশের রাজস্বকে ফেরানোর জন্য মে মাসে পেট্রোলে প্রতি লিটারে ১০ টাকা ও ডিজেলে প্রতি লিটারে ১৩ টাকা করে আবগারি শুল্ক বাড়ায় কেন্দ্রীয় সরকার।