
দ্য ওয়াল ব্যুরো: গত বছর ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের জন্য গাঁটছড়া বেঁধেছেন দিয়া মির্জা (Dia Mirza)। তারপরেই সঙ্গে সঙ্গে উঠে এসেছেন চর্চার কেন্দ্রে। কারণ জানা গেছে, তিনি সন্তানসম্ভবা।

বিয়ের আগেই সন্তানধারণ (Premarital Pregnancy) করেছেন দিয়া। তা নিয়ে কম চর্চা হয়নি। কেউ কেউ তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন, কেউ কেউ আবার সমালোচনা করেছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রি-ম্যারিটাল সেক্স (Premarital Sex) এবং প্রেগন্যান্সি নিয়ে মুখ খুলেছেন তিনি।

বিয়ের আগেই দিয়ার প্রেগন্যান্সির খবর চাউর হওয়ায় বেশ কিছু বাঁকা কথা শুনতে হয়েছিল অভিনেত্রীকে। দিয়া বলেন, এটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তকে একমাত্র তাঁরাই স্বাগত জানাতে পারেন, যাঁরা মানুষের ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেন। যাঁরা সমাজের ভয়ে ব্যক্তিগত পছন্দ অপছন্দকে দমিয়ে রাখেন, তাঁরা এসব বুঝবেন না।
২০২১-এর ফেব্রুয়ারিতে বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া মির্জা। মে মাসে তাঁদের কোল আলো করে আসে ছেলে অভ্যান। তবে তিনি নিজেই জানিয়েছেন, প্রি-ম্যারিটাল প্রেগন্যান্সির সঙ্গে এই বিয়ের সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই। সন্তান এসেছে বলেই তড়িঘড়ি বিয়ে করে নিয়েছেন, বিষয়টা এমন নয়।
দিয়া বলেন, এমন অনেক মানুষ আছেন যাঁদের বিয়ের আগে যৌনতা কিংবা সন্তানধারণে সমস্যা আছে। এসব ভাল চোখে দেখেন না অনেকেই। কিন্তু পাশাপাশি এমন মানুষও আছেন যাঁরা ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করেন। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সকলের রয়েছে।
দিয়া জানেন, সমাজ এখনও ঠিক ততটা প্রগতিশীল হতে পারেনি, যতটা দেখে মনে হয়। তাই কে কী বলল তাতে পাত্তা না দিয়েই নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছেন দিয়া আর বৈভব। ছোট্ট সংসারে তরতরিয়ে বেড়ে উঠছে তাঁদের সন্তান।
আরও পড়ুন: অবসাদ আর বৈষম্যের অন্ধকার লুকিয়ে রয়েছে ইনফ্লুয়েন্সারদের চোখ ধাঁধানো জীবনের আড়ালে