Latest News

খাবারের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে যৌন নিগ্রহের চেষ্টা! ধুপগুড়িতে গ্রেফতার প্রৌঢ়

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ফের শিশুকন্যাকে (Child) যৌন নির্যাতনের (Sexual Torture) ঘটনা ঘটল। ৪ বছর বয়সি এক শিশুকন্যাকে (Girl Cild) খাবারের লোভ দেখিয়ে যৌন নির্যাতন করার চেষ্টা করেছেন প্রতিবেশী এক প্রৌঢ়, এমনটাই অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার ধুপগুড়ি ব্লকের সাঁকোয়াঝড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, সেদিন বিকেলে শিশুটির ব্যবহার জমিতে কাজ করছিলেন। সেই সময়ে খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করে অভিযুক্ত প্রৌঢ়।

ঘটনার জেরে রাতে শিশুটি ভয় অসুস্থ হয়ে পড়ে। বাড়িতেই তাকে প্রাথমিক চিকিৎসা করা হয়। কী হয়েছে জানতে চেয়েছি চটিবাবা প্রশ্ন করলেও ভয়ে মুখ খোলে না সে।যদিও পরে নিজের পিসিকে সবকিছু খুলে বলে শিশুটি।

যৌন নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ার পর বিষয়টি নিয়ে একসঙ্গে বসে মিটমাট করে নেওয়ার জন্য শিশুটির পরিবারকে চাপ দিতে থাকে অভিযুক্ত। এরপরেই আজ মঙ্গলবার শিশুটির মা অভিযুক্ত ধীরেন রায়ের বিরুদ্ধে ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ক্যানিংয়ে নাবালিকা ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত

You might also like