Latest News

Dhakuria Bridge: ইঁদুরের উৎপাত ঠেকানো যাচ্ছে না, উদ্বিগ্ন মেয়র

দ্য ওয়াল ব্যুরো: কয়েক বছর আগে ঢাকুরিয়া ব্রিজ (Dhakuria Bridge) বন্ধ করে দিতে হয়েছিল প্রশাসনকে। কারণ ইঁদুর। জায়গায় জায়গায় খাবলে খাবলে এমন অবস্থা করেছিল যে গোটা ব্রিজটাই ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল। সোমবার একটি অনুষ্ঠানের পর কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “অনেক চেষ্টা করেও ইঁদুরের উপদ্রব ঠেকানো যাচ্ছে না। কাচের গুঁড়ো, সিমেন্ট—সব দিয়েও কিছু করা যাচ্ছে না।”

তবে এটা শুধু ঢাকুরিয়া ব্রিজের (Dhakuria Bridge) সমস্যা নয়। ইঁদুর যে তলে তলে কলকাতার সর্বনাশ করে দিচ্ছে তা চলতি বছরের গোড়ায় কলকাতা কর্পোরেশনের অধিনবেশনে স্বীকার করেছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।

গুলিকাণ্ডে জামিন পেয়েই কৃষ্ণনগরে সাক্ষীর বাড়িতে হামলা অভিযুক্তর

পুরসভার মাসিক অধিবেশনে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে বলেছিলেন, তাঁর ওয়ার্ডে ইঁদুর কী সর্বনাশটা করছে। আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জায়গায় জায়গায় গর্ত। এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে তেমন বিভিন্ন উন্নয়নমূলক কাজও বাধাপ্রাপ্ত হচ্ছে।

অধিবেশনে একদা সিএবি কর্তার প্রস্তাব ছিল, পুরসভা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ইঁদুরের উৎপাত রুখতে একটা মাস্টার প্ল্যান করুক। যে ভাবে ডেঙ্গি বা ম্যালেরিয়া রুখতে পুরসভা ভূমিকা নেয় সেই একই রকম তৎপরতা প্রয়োজন ইঁদুরের উৎপাত রুখতে।

ডেপুটি মেয়র এও বলেছিলেন, এটা শুধু কলকাতার সমস্যা নয়। দেশের বহু বড় রাজ্য এবং বিদেশেও অনেক উন্নত শহর ইঁদুরের উৎপাতে দিশাহারা। তাঁর কথায়, প্যারিস শহরের প্রশাসন অনেক চেষ্টা করেও ইঁদুর নিয়ন্ত্রণ করার পথ খুঁজে পায়নি।

You might also like