
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে অভিষেকের পর থেকে প্রথম পাঁচ ম্যাচেই পঞ্চাশ বা তার বেশি রান করেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে হ্যাগলি ওভালে হাফসেঞ্চুরির মাধ্যমে টেস্ট ক্রিকেটে তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কনওয়ে।
হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে, এই ম্যাচে দারুণভাবে শুরু করেছে নিউজিল্যান্ড। মাত্র ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছে নিউজিল্যান্ড। দলের ওপেনার এবং অধিনায়ক টম ল্যাথাম তাঁর সেঞ্চুরি পূর্ণ করে এখন রয়েছেন ডাবল সেঞ্চুরির পথে।
কনওয়ে টেস্ট ক্রিকেটে তাঁর হাফসেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৮৩ বলে। তাঁর ইনিংসে ছিল ৫ চার ও একটি ছক্কা। টেস্ট ক্রিকেটে আরও একটি নতুন ইতিহাস সৃষ্টি করলেন কনওয়ে।
৩০ বছর বয়সী কনওয়ে তাঁর জীবনে ষষ্ঠ টেস্ট খেলছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে অভিষেকের পর থেকে প্রথম ৫ ম্যাচে পঞ্চাশ বা তার বেশি রান করেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরানের মাধ্যমে টেস্ট ক্রিকেটে তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কনওয়ে। তিনি ৬০.০২ স্ট্রাইক রেটে ফিফটি করেন।
এখন পর্যন্ত তাঁর কেরিয়ারে ৫ টেস্ট ম্যাচের ৯ ইনিংসে একটি ডাবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি করেছেন কনওয়ে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০, এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৮০, সাউদাম্পটনে ভারতের বিপক্ষে ৫৪ এবং মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের বিরুদ্ধে ১২২ রান করেছিলেন কনওয়ে। ভারত সফরে আসেননি চোটের কারণে, না হলে তিনি শুরু থেকেই আলো ছড়াচ্ছেন।