
তাঁর কথায়, সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে, পাঁচজনকে গ্রেফতার করার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র নেই। বিরোধীদের কন্ঠস্বর চাপা দেওয়ারও চেষ্টা হয়নি।
কংগ্রেস ও রাহুল গান্ধীর সমালোচনা করে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, এখন দেশে একটাই বোকাদের জায়গা আছে। তার নাম কংগ্রেস। মাওবাদী, জাল সমাজকর্মী, সকলেই এখন কংগ্রেসে স্বাগত। এর নাম ভারত কো টুকরে টুকরে গ্যাং ।
গত ২৮ অগাস্ট সমাজকর্মী ভারভারা রাও, সুধা ভরদ্বাজ, অরুণ ফেরেইরা, ভারনন গঞ্জালেস ও গৌতম নওলাখা গ্রেফতার হন । ভীমা কোরেগাঁও অঞ্চলে হিংসা ছড়ানোর অভিযোগ আছে তাঁদের বিরুদ্ধে ।