
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বজবজের (Budge Budge) জুটমিলে (jutemill) ভয়াবহ আগুন (fire)। সূত্রের খবর, সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ আগুন লাগে ওই জুটমিলের গোডাউনে।ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ। সূত্রের খবর, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে।
এই আগুন লাগার ঘটনায় জোর আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে হঠাৎই আগুন দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকল বিভাগে। নিজেরাও জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু করেন।
এরপরই ঘটনাস্থলে চলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হয়। প্রায় একঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় দমকল কর্মীরা। এই অগ্নিকাণ্ডের জেরে বড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন চটকলের কর্মীরা।
জানা গেছে, যখন ওই জুটমিলের গোডাউনে আগুন লাগে, তখন ভিতরে কেউই ছিল না। ফলত বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। দমকল কর্মীদের দাবি, ভিতরে দাহ্যবস্তু থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় জুটমিলের অধিকাংশ এলাকা।