
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রয়েছে আর্দ্রতাজনিত (Humidity) অস্বস্তি। আজ বেলা বাড়লে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Report)।
সমগ্র দক্ষিণবঙ্গেই তাপমাত্রা বেড়েছে। শুক্রবার বঙ্গোপসাগরে (bay Of bengal) একটি নিম্নচাপ (Depression) তৈরি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাবে আগামী বৃহস্পতি থেকে রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা আরও বাড়বে উত্তরের জেলাগুলিতে।
গাড়ির রাস্তা নেই, সদ্যোজাতদের পুঁটুলিতে ঝুলিয়ে হাসপাতালের পথে মা! চোখের সামনেই মৃত্যু