
দ্য ওয়াল ব্যুরো: প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় চার ঘণ্টা বিমানবন্দরে দাঁড়িয়েছিল ফ্লাইট (flight)। ভিতরে বসে বসে বিরক্ত হয়ে গিয়েছিলেন এক যাত্রী। এরপর তিনি যা ঘটালেন, তাতে হতবাক বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে পুলিশরাও। বিমানে বসেই তিনি লিখলেন, ফ্লাইট হাইজ্যাক (hijack) হয়ে গিয়েছে। পরে পুলিশের কাছে ধরা (arrest) পড়ে ওই ব্যক্তি বলেন, “ভিতরে এত একঘেয়ে লাগছিল, তাই ওরকম টুইট করেছিলাম।”
গত বুধবার, ২৫ জানুয়ারি এই ঘটনাটি ঘটেছে দুবাই থেকে জয়পুরগামী স্পাইসজেটের এসজি ৫৮ বিমানে। সূত্রের খবর, প্রতিকূল আবহাওয়ার কারণে জয়পুর বিমানবন্দরে না নামতে পেরে বিমানটি দিল্লির (Delhi) ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করে। পৌনে দশটা নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণের পর প্রায় ৪ ঘণ্টা সেখানেই অপেক্ষা করে ফ্লাইটটি। অবশেষে পৌনে দু’টোর সময় বিমানটি জয়পুরের উদ্দেশে উড়ে যাওয়ার অনুমতি পায়।
ঠিক সেই মুহূর্তেই ঘটে এক ভয়াবহ কাণ্ড। ভিতর বসে থাকা এক যাত্রী টুইট করে বলেন, ওই বিমানটি হাইজ্যাক করা হয়েছে। টুইট নজরে আসতেই তড়িঘড়ি ফাঁকা করা হয় গোটা বিমান। ব্যাগেজ কার্ট থেকে নামিয়ে আনা হয় মালপত্রও। এরপর বিমানের ভিতরে ভাল করে তল্লাশি চালায় পুলিশ। যেহেতু পরদিনই ছিল প্রজাতন্ত্র দিবস, তাই নিরাপত্তায় কোনওরকম খামতি রাখতে চায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।
এরপরই বোঝা যায়, ভুয়ো টুইট করেছেন সেই যুবক। সঙ্গে সঙ্গে আটক করা হয় অভিযুক্ত যাত্রীকে। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। পরে জেরা করতেই বেরিয়ে আসে আসল তথ্য। জানা যায়, অনেকক্ষণ ধরে দিল্লি ফ্লাইটটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকায় তাঁর একঘেয়ে লাগছিল। তাই মজা করতেই এমন কাণ্ড ঘটিয়েছেন। কিন্তু এই মজার ফলেই বড়সড় বিপদ ঘটতে পারত। তাই বিষয়টিকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না বিমানবন্দর কর্তৃপক্ষ।
সুইগিতে স্যানিটারি ন্যাপকিন অর্ডার দিয়েছিলেন, সঙ্গে পেলেন চকোলেট কুকিজ, কেন?