Latest News

দিল্লিতে একদিনে কোভিড সংক্রমণ বাড়ল প্রায় ১১ শতাংশ

দ্য ওয়াল ব্যুরো : শনিবার বিকালে (Saturday Afternoon) জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় দিল্লিতে (Delhi) কোভিডে (Covid) আক্রান্ত হয়েছেন ৪৪৮৩ জন। আগের দিনের তুলনায় সংক্রমণ বেড়েছে ১০.৮৫ শতাংশ। শুক্রবার জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪০৪৪ জন। শনিবার দিল্লিতে ২৮ জন কোভিড রোগী মারা গিয়েছেন।

গত ২২ জানুয়ারি রাজধানীতে মোট ১১ হাজার জন কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তারপরে শহরে সংক্রমণ ধীরে ধীরে কমতে থাকে। সরকারও কোভিড বিধি শিথিল করে। তারপরে গত ২৪ ঘণ্টায় ফের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বেড়েছে প্রশাসনের।

You might also like