Latest News

রাজস্থানের কংগ্রেসি মন্ত্রীর পুত্রকে গ্রেফতারে কেন হন্যে অমিত শাহের দিল্লি পুলিশ

দ্য ওয়াল‌ ব্যুরো: রাজস্থানের (Rajasthan) কংগ্রেসি মন্ত্রিসভার জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী মহেশ যোশী। তাঁর পুত্র রোহিত যোশীকে গ্রেফতার করতে দিল্লি পুলিশের একটি বড় দল জয়পুর পৌঁছেছে রবিবার সকালে। মন্ত্রীর সরকারি বাংলো এবং ব্যক্তিগত বাসভবন কোথাও সন্ধান মেলেনি রোহিতের। আরও বেশ কিছু জায়গায় অভিযান চালায় তারা। দেখা মেলেনি মন্ত্রী পুত্রের। তাঁর মোবাইল বন্ধ। নিরাপত্তা রক্ষীরা বলছে, আমরা জানি না। আমদের ডিউটি দেওয়া হয়নি ক’দিন ধরে। মোবাইল ট্র্যাক করেও মন্ত্রী পুত্রের লোকেশন ধরা যাচ্ছে না। বাড়ির লোকজন এবং মন্ত্রীর সরকারি সহকারীদের দিল্লি পুলিশ নোটিশের কপি ধরিয়ে দিয়ে বলেছে যত দ্রুত সম্ভব রোহিত যেন পুলিশের সামনে হাজির হয়। আবার নিয়ম মেনে বাংলোর গায়ে অ্যারেস্ট ওয়ারেন্ট সেঁটে দিয়ে গিয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, তারা ক’দিন জয়পুরে থাকবে।

মন্ত্রী মহেশ এখন উদয়পুরে কংগ্রেসের (Congress) চিন্তন শিবির নিয়ে ব্যস্ত। তিনি আবার মুখ্যমন্ত্রী অশোক গেহলটের খুবই কাছের মানুষ বলে পরিচিতি। তাঁরই পুত্রকে দিল্লি পুলিশ খুঁজে বেড়াচ্ছে বলে খবর জানাজানি হতেই অস্বস্তি বেড়েছে কংগ্রেস মহলে।

এমনিতেই গত দু’দিনে চিন্তন শিবিরে খানিক হতাশার ছায়া দেখা দেয় কেরলের প্রবীণ নেতা কেবি থমাসকে বহিষ্কার এবং পাঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি সুনীল জাখরের পদত্যাগের খবরে।

এরই মধ্যে এসে উপস্থিত হয়েছে মন্ত্রী পুত্রকে গ্রেফতারে দিল্লি পুলিশের জয়পুরে হানার খবর। রোহিতের বিরুদ্ধে অভিযোগ গুরুতর।

বছর বত্রিশের এক মহিলা দিল্লি পুলিশের কাছে অভিযোগ ঠুকেছেন রাজস্থানে ওই মন্ত্রীপুত্র দিনের পর দিন তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে। তিনি সন্তানসম্ভবা হয়ে পড়লে অ্যাবরসন করাতে বাধ্য করা হয়।

মহিলার আরও দুটি গুরুতর অভিযোগ হল, তাঁকে বিভিন্ন সময়ে মন্ত্রীর নাম করে রোহিত বলেছেন কেউ তাঁর কিছু করতে পারবে না। এছাড়া একাধিক সময়ে তাঁকে মাদক সেবন করতে বাধ্য করা হয়। অপরাধগুলি দিল্লি এবং জয়পুরে হয়েছে। কিন্তু জয়পুরে তাঁর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আশঙ্কায় দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন।

আসছে বছর রাজস্থানে বিধানসভা ভোট। তাঁর আগে মুখ্যমন্ত্রী ঘনিষ্ট মন্ত্রীর ছেলের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ রাজনীতিকে কোনদিকে ঠেলে দেবে এখনই স্পষ্ট নয়। দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে। সরাসরি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশ পরিচালনা করে। উত্তরপ্রদেশে আন্দোলনরত কৃষকদের উপর গুলি চালানোর ঘটনায় এক কেন্দ্রীয় মন্ত্রীর পুত্রকে জেল খাটতে হচ্ছে। সেখানে রাজস্থানে কংগ্রেস মন্ত্রীর ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বিজেপির জন্য বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠতে পারে। কংগ্রেস কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ দাবি করে চলেছে পদে পদে। এখন দেখার গেহলট তাঁর মন্ত্রীকে পুত্রের কুকর্মের জন্য মন্ত্রিসভা থেকে সরান কিনা।

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা

You might also like