
ভিডিও. দেখা গেছে, আক্রমণকারীরা তেড়ে আসছে পুলিশের দিকে। পুলিশরা একটি ধাতব রেলিং পেরিয়ে ঝাঁপ দিচ্ছেন হুড়মুড় করে। নীচে ঘাস রয়েছে বলে দেখা গেছে। কিছু পুলিশ পাল্টা প্রতিরোধেরও চেষ্টা করছেন। কিন্তু উন্মত্ত লোকগুলির সামনে তাঁরা দৃশ্যতই অসহায়।
এর পরেই দেখে যায় দুটি ট্র্যাক্টর আসে ঘটনাস্থলে। তার মধ্যে একটি এমন ভাবে তেড়ে যায় রেলিংয়ের দিকে, যেন মনে হয় রেলিং সমেত পুলিশকর্মীদের পিষে ফেলবে সেটি। পুলিশরা হুড়মুড় করে পড়ে যান নীচে। দেখা যায়, আক্রমণকারীরা সংখ্যায় বাড়তেই থাকে, নানা কিছু ছুড়তে থাকে পুলিশের দিকে।
#WATCH | Delhi: Protestors attacked Police at Red Fort, earlier today. #FarmersProtest pic.twitter.com/LRut8z5KSC
— ANI (@ANI) January 26, 2021
আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে গতকাল, তাতে দেখা যাচ্ছে, এক পুলিশ আধিকারিককে হেনস্থা করার চেষ্টা করেছিলেন বিক্ষোভকারীদের একটি অংশ। তাঁদের হাত থেকে ওই পুলিশ আধিকারিককে বাঁচান অন্যান্য কৃষকরা।
ইতিমধ্যেই পুলিশ অন্তত চারটি মামলা রুজু করেছে দিল্লির এই সংঘর্ষ ঘিরে। জানা গেছে, অন্তত আটটি বাস ভাঙচুর হয়েছে। ১৭টি গাড়িও ভাঙচুর হয়েছে। অভিযোগ, আন্দোলনের নির্দিষ্ট রুট ঠিক করে দেওয়া সত্ত্বেও ট্র্যাক্টর মিছিল করতে করতে বিভিন্ন দিকে চলে যান কৃষকরা। দিল্লির পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব জানিয়েছেন, অন্তত ৮৩ জন পুলিশকর্মী জখম হয়েছেন।
একটি বিবৃতি দিয়ে কৃষক মোর্চার তরফে জানানো হয়, “যারা শৃঙ্খলা ভেঙে এইসব কাজ করেছে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি আমরা। আমরা সবার কাছে আবেদন জানাচ্ছি নির্দিষ্ট শৃঙ্খলা মেনে চলতে। দেশের ঐক্য ও সম্মান নষ্ট হয় এই ধরনের কোনও কাজে যুক্ত না হতে। আমরা সবাইকে শান্ত থাকার আবেদন করছি। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আমাদের নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিল হয়েছে।”