Latest News

বাবাকে পিটিয়ে মারল নেশাখোর ছেলে, ড্রাগের টাকা না দিতেই অশান্তির সূত্রপাত

দ্য ওয়াল ব্যুরো: নেশার টাকা না দেওয়ায় মা’কে খুন করার ঘটনায় দিনদুয়েক আগে জোর উত্তেজনা ছড়িয়েছিল জলপাইগুড়ির এক চা বাগানে। ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার ঠিক একই ঘটনা দেখা গেল দিল্লিতেও (Delhi)। ড্রাগে (drug) আসক্ত ছেলের মারে আহত হয়ে মৃত্যু হল বৃদ্ধ বাবার (father)। উত্তর-পশ্চিম দিল্লির শকুরপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, অভিযুক্ত যুবক দীর্ঘ কয়েক বছর ধরেই ড্রাগের নেশায় আসক্ত। কাজকর্মের চিন্তাভাবনা একেবারেই ছিল না তার। এমনকী নেশা করার জন্য এর তার কাছ থেকে টাকাও ধার করত। বুধবার সে নিজের বাবার কাছে টাকা দাবি করে। স্বাভাবিকভাবেই নেশার জন্য টাকা দিতে রাজি হননি বৃদ্ধ বাবা। এরপরই বাবাকে ধরে বেধড়ক পেটাতে শুরু করে ওই যুবক।

ছেলের মারে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ সুরেশ কুমার। এদিকে বাবা-ছেলের তুমুল ঝগড়ার কথা পুলিশে জানিয়ে দেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করেন। দেখা যায়, প্রবল মারের চোটে তাঁর কান থেকে রক্ত ঝরছে। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর-পশ্চিম) ঊষা রংনানি বলেন, অভিযুক্ত যুবকের নাম অজয়। টাকাপয়সা নিয়েই মূলত বাবা-ছেলের গন্ডগোল বেঁধেছিল। সেইসময়েই বৃদ্ধ বাবাকে ধরে বেদম মারে ছেলে। ড্রাগের টাকা না দেওয়া নিয়েই এই অশান্তির সূত্রপাত।” জানা গেছে, অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

শিক্ষককে গলা টিপে মারছে দু’জন, অনলাইন ক্লাসে বসে দেখল পড়ুয়ারা

You might also like