
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলিকে (Virat Kohli) দেখে অনুপ্রাণিত দীপক চাহার (Deepak Chahar)। হৃষিকেশের আশ্রমে স্ত্রী জয়া ভরদ্বাজকে নিয়ে গিয়েছেন ভারতের নামী ক্রিকেটার। তাঁর কাছে প্রধান সমস্যা চোট। বারবার তিনি দলে এসেও ছিটকে যান চোটের কারণে। তাই ঈশ্বরের দ্বারে এসে তাঁর আশীর্বাদ নিতে এসেছেন।
এমন একটি স্থানে তিনি ছুটি কাটাতে গিয়েছেন যেখানে গঙ্গার পাশে রয়েছে পাহাড়ও। সোমবার ইনস্টাগ্রামে দীপক একটি ভিডিও পোস্ট করেছেন। দেখা গিয়েছে, গঙ্গায় তিনি স্নান সারছেন। এ ছাড়াও প্রতিভাবান বোলারকে নদীর তীরে দৌড়তে এবং তাঁর স্ত্রীর সঙ্গে যোগব্যায়াম করতেও দেখা গিয়েছে।
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘কখনও কখনও আপনার থামা উচিত এবং নিজেকে ফের তৈরি করা উচিত এবং আপনার মৌলিক বিষয়গুলিতে ফিরে যাওয়া উচিত।’’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি ২০ সিরিজের সময় তিনি চোট পান। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েও ফের নতুন করে চোট পাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছিলেন। শেষে অবশ্য দলে সুযোগ পেয়েছিলেন।
ব্যাট হাতেও তিনি ঝলসে উঠেছেন বহু ম্যাচে। কিন্তু চোটের কারণে ছিটকে যাওয়ায় উমরান মালিকরা তাঁর স্থান নিয়ে নেন। কোহলির দেখাদেখি তিনিও ঈশ্বরের আশীর্বাদ ও প্রকৃতির কোল থেকে অক্সিজেন নিয়ে ফের মূলস্রোতে ফিরতে চান।
এক যুগ পরে সিনিয়র চন্দ্রপলের নজির স্পর্শ জুনিয়রের! ফিরল পিতা-পুত্রের ‘ডাবল ম্যাজিক’