Latest News

সপ্তাহান্তে মেঘ ঘনাবে আকাশে, গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে! শীত কি ফের ছুটি নেবে

দ্য ওয়াল ব্যুরো: দিন দুয়েক ঠান্ডার (Winter) আমেজ উপভোগ করবে রাজ্যবাসী, তার পরেই ফের থমকাতে পারে শীতের গতি। বাড়তে পারে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যের উপরে উত্তর-পশ্চিমী হওয়ার একটা দাপট চলছে। সেই জন্যই আজ বুধবার ও বৃহস্পতিবার এই ঠান্ডাভাব বজায় থাকবে। তবে শুক্রবার, অর্থাত ৯ তারিখ থেকে এই শীতের আমেজ একটু থমকে যাবে। কারণ, বঙ্গোপসাগরের উপরে একটি অতি গভীর নিম্নচাপ (Deep Depression) অবস্থান করছে। এর ফলে পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

দিন কয়েক আগে হঠাত শীতের প্রভাব কমে গেলেও, গত সোমবার থেকে বাংলায় ফের নেমেছে তামপাত্রার পারা। ফিরেছে ঠান্ডার আমেজ। তবে তার মেয়াদও স্থায়ী হল না।

আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপের সবথেকে বেশি প্রভাব পড়বে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলে। তবে এর জেরে এ রাজ্যের বেশিরভাগ জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। রাতের তাপমাত্রাও বেশ খানিকটা বেড়ে যাবে। 

সুস্মিতা সেন-ললিত মোদী গুগল সার্চের চুড়োয়! কৌতূহলের অন্ত নেই বিতর্কিত জুটি নিয়ে

You might also like