Latest News

নবগ্রামের গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু, কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই তরুণকে

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: মৃত্যু হল নবগ্রামের (Navagram) গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর (TMC worker)। কলকাতারই (Kolkata) একটি বেসরকারি হাসপাতালে রুবেল শেখের (২৩) মৃত্যু হয়েছে বলে পরিবারসূত্রে খবর। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এনায়েতুল্লাহর ছায়াসঙ্গী ছিলেন রুবেল। সব সময় থাকতেন নেতার সঙ্গেই। মঙ্গলবার রাতে তাঁর বাড়ি থেকে সাত-আট কিলোমিটার দূরে বিলবসিয়ার মাঠে গুলিবিদ্ধ হন ওই তরুণ।

ওই দিনই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হওয়ায় পরে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রুবেল শেখকে। সেখানেই বুধবার মাঝরাতে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধেয় সদ্য বিএ পাশ করা ২৩ বছরের মেহেবুব ওরফে রুবেল বাড়ি থেকে বেরিয়েছিলেন। রুবেলের মা মবিনা বিবি জানান, রাত হয়ে গেছে, অথচ সে বাড়ি ফিরছে না দেখে বারবার ফোন করেন রুবেলকে। কিন্তু ফোন বেজে গিয়েছে। ফোন ধরেনি কেউ। তারপর লোক মারফৎ খবর আসে রবেল গুলিবিদ্ধ হয়েছে। আচমকা এমন খবরে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা পরিবার।

পরিবারসূত্রে জানা গিয়েছে, বছর খানেক ধরে নবগ্রাম ব্লক তৃণমূল সভাপতি এনায়েতুল্লার সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠেছিল রুবেলের। জমি জরিপের কাজেও হাত পাকাতে শুরু করেন তিনি। কিন্তু মঙ্গলবার গভীর রাতে কী এমন ঘটল যাতে গুলিবিদ্ধ হলেন ২৩ বছরের তরতাজা যুবক, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পরিবার। বুধবার সকাল থেকেই লালবাগের এসডিপিও নেতৃত্বে নবগ্রাম থানায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এনায়েতুল্লা সহ রুবেলের অন্য সঙ্গীদের। রুবেলের বাবা গোলাম রসুল অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার রাতে কারা ছিলেন বিলবসিয়ার মাঠে, তা বার করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন ভাল নেই বলে ছুটি নিয়েছিলেন ইঞ্জিনিয়ার, রাত ২টো সময় ইমেল করে ছাঁটাই গুগলের

You might also like