
দ্য ওয়াল ব্যুরো: বালককে বাঁচাতে দিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক ছাত্র। পরে গঙ্গা থেকে তাঁর দেহ উদ্ধার (Death) হয়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বালি (Bally) বারেন্দ্র পাড়ার গঙ্গার ঘাটে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সায়ন বসু। তিনি বেলুড় লালবাবা কলেজের ছাত্র।
এদিন দুপুরে তাঁর এক বান্ধবীর সঙ্গে গঙ্গার ঘাটে বসে গল্প করছিল সায়ন। সেই সময় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছিল স্থানীয় এক বালক। তাকে বাঁচাতে গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে ওই ছাত্র ও তাঁর বান্ধবী। ওই বালককে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় ওই ছাত্র।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বালি থানার পুলিশ ও স্থানীয় বিধায়ক রানা চট্টোপাধ্যায়। ছাত্রের সন্ধানে গঙ্গায় ডুবুরি নামানো হয়। ঘণ্টাখানেক তল্লাশি চালানোর পর ওই অচৈতন্য অবস্থায় ওই ছাত্রের সন্ধান মেলে। হাওড়া জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত সায়ন লিলুয়ার বাসিন্দা। তাঁর মৃত্য়ুর খবর পৌঁছতেই শোকের ছায়া নামে এলাকায়।
ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি, স্বস্তি মিলল বাঁকুড়া ও বীরভূম, কলকাতা ভিজবে কবে?