
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: আমবাগানে মিলল যুবকের রক্তাক্ত দেহ ( Deadbody Recovered At Mango Garden ) ! নদিয়ার ( Nadia ) শান্তিপুর ফুলিয়ার কদমপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম অমিত কুমার রাভা। বছর তিরিশের অমিতের বাড়ি কোচবিহারে। কয়েকদিন আগেই শান্তিপুর থানার বেলঘড়িয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তালতলা পাড়ার বাসিন্দা সুজন দাসের তাঁত কারখানায় কাজ করতে এসেছিলেন অমিত।
রবিবার রাতে বর্ষবরণ উপলক্ষে কদমপুরের ওই আমবাগানে পিকনিকের আয়োজন করেছিল অমিতের বন্ধুরা। সেখানে গিয়েছিলেন অমিত। রাতে আর বাড়ি ফেরেননি। পরে আমবাগানে ওই যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ছিল মদের বোতল। ঘটনা চাউর হতেই এলাকার চাঞ্চল্য ছড়ায়। এলাকার বাসিন্দারাই খবর দেন শান্তিপুর থানায়।
এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই ওই আমবাগানে মদের আসর বসে। তাই তাঁদের অনুমান, মদের আসরেই ওই যুবককে খুন হয়েছে।
ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই স্পষ্ট বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা।
গাড়ির ধাক্কায় দুই পথচারীর মৃত্যু ডেবরায়, গুরুতর জখম আরও পাঁচ