Latest News

বাবুঘাটে উদ্ধার পচাগলা দেহ, বিসর্জনের মাঝেই চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো: বাবুঘাটে চলছে প্রতিমা বিসর্জন (Durga Idol Immersion)। একাদশীতে সকাল থেকেই শুরু বিসর্জনের পালা। তবে এরমধ্যেই বাজা কদমতলা ঘাটের পাড়ে ভেসে এল মৃতদেহ। বিসর্জন দেওয়া প্রতিমার কাঠামোয় আটকে ছিল এক ব্যক্তির পচাগলা দেহ (Dead body found in Babughat)।

ঘটনার খবর পেয়ে পশ্চিম বন্দর থানার পুলিশ আসে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কে ওই ব্যক্তি? সেই পরিচয় এখনও পাওয়া যায়নি। শুধু তাই নয়, গঙ্গায় কীভাবে ভেসে এল দেহ তা নিয়েও রহস্য দানা বেঁধেছে। গোটা ঘটনাই খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে প্রতিমা বিসর্জন ঘিরে কড়া নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয়েছে বাবুঘাট চত্বর। ঘাটে ঘাটে রয়েছে প্রচুর পুলিশ। বিসর্জন দিতে আসা মানুষজন কাউকেই গঙ্গার ধারে যেতে দেওয়া হচ্ছে না। বিসর্জনের পরেই যত দ্রুত সম্ভব প্রতিমার কাঠামো সরিয়ে ফেলা হচ্ছে। তৎপর কলকাতা পুলিশ ও পুরসভা।

এদিকে, দশমীর সকালেই বাবুঘাটে পুরসভার একটি পে লোডার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বিসর্জন দিতে আসা লোকদের। আহত হয় এক শিশু। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতার হাতে মারধর খান পুরকর্মীরা। যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শিয়ালদহ ব্রিজে বেপরোয়া বাসের দৌরাত্ম্য, রেষারেষিতে প্রাণ গেল ৩ জনের

You might also like