Latest News

ভোপালে মেয়েকে ধর্ষণ করে খুন করল বাবা! ভিন-জাতে বিয়ে করার ‘শাস্তি’

দ্য ওয়াল ব্যুরো: ভোপালে (Bhopal) নিজের পূর্ণবয়স্কা মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ৫৫ বছরের এক প্রৌঢ়ের বিরুদ্ধে। অন্য জাতের ছেলেকে বিয়ে করায় মেয়ের উপর জমে ছিল ক্ষোভ। আর সেই ক্ষোভ থেকেই মেয়ের উপর চড়াও হন তিনি। অভিযোগ, নিজের ২৪ বছর বয়সি বিবাহিতা মেয়েকে ধর্ষণ করে খুন করেছেন ওই প্রৌঢ়।

তৃণমূলের মুখপত্রে বিস্ফোরক ‘বিজেপি’-র প্রবীর ঘোষাল, বললেন, পদ্মফুলে টাকাই শেষ কথা

ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের ভোপালের রাতিবাদ এলাকায়। সূত্রের খবর, ভিন জাতের জামাই একেবারেই পছন্দ ছিল না ওই মেয়েটির পরিবারের লোকজনের। মেয়ের বাবা ও দাদা একত্রে খুনের ছক কষেছিলেন অনেক আগে থেকেই। সম্প্রতি মেয়েটির ছোট সন্তান মারা যায়। তাঁকে কবর দিতে মেয়ের সঙ্গে যান বাবাও। অভিযোগ, নিজের নাতির মৃতদেহের পাশেই মেয়েকে ধর্ষণ করেন তিনি। তারপর সেখানেই খুন করেন। গোটা ঘটনার সঙ্গে যুক্ত ছিল মৃতার দাদাও। সে দূরে দাঁড়িয়ে জায়গাটি পাহারা দিচ্ছিল।

রবিবার রাতে মৃত ওই মহিলার দেহ উদ্ধার করা হয়। এক বনকর্মীর চোখে পড়ে তা। ততদিনে মূল ঘটনার পর দশ দিন কেটে গেছে। গভীর জঙ্গলে বাচ্চা ছেলেটির দেহের পাশেই পড়ে ছিল তার মায়ের পচা গলা দেহ। ঘটনার কথা সামনে আসতেই প্রবল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।


পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like