Latest News

Dalkhola Shootout: ডালখোলায় ভরদুপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে খুন ব্যবসায়ী

দ্য ওয়াল ব্যুরো: ডালখোলায় দিনেদুপুরে শ্যুটআউট (Dalkhola Shootout)। প্রকাশ্য দিবালোকে এক ভুট্টা ব্যবসায়ীকে গুলি করল দুষ্কৃতীরা। কোনওরকমে পালিয়ে বাঁচলেন তার সঙ্গীরা। জিজ্ঞাসাবাদের জন্য মৃতের তিন সঙ্গীকে আটক করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ডালখোলায়।

পুলিশ (Police) জানিয়েছে, মৃতের নাম জাইদুল হক (২৮)। বাড়ি গোয়ালপোখর থানার মালিনগাঁও গ্রামে। জানা গেছে, বুধবার দুপুরে ডালখোলায় ভুট্টা বিক্রি করে দুটি বাইকে বাড়ি ফিরছিলেন চারজন। অভিযোগ, ডালখোলা থানার ভগবানপুর এলাকায় মুখে রুমাল বাধা একদল দুষ্কৃতী তাদের পথ আটকে টাকা দাবি করে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। বচসার সময় এক দুষ্কৃতী জাইদুলের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে জাইদুল। রক্তাক্ত জাইদুলকে রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তাঁর সঙ্গে থাকা সঙ্গীরা কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন বলে পুলিশকে জানান। জাইদুলের কাছে থাকা পঞ্চাশ হাজার টাকা ও অপর এক বাইক আরোহীর কাছে একলক্ষ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।

ঘূর্ণিঝড় দুর্বল হয়েছে, তবে বাংলায় বৃষ্টি চলবেই! কোন জেলায় কতদিন, কী জানাল হাওয়া অফিস

ডালখোলা থানা থেকে অদুরেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে ছিনতাইয়ের জন্যই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। কারণ ওই এলাকায় মাঝেমধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় তার তিন সঙ্গীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

You might also like