
দ্য ওয়াল ব্যুরো: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও দলিতদের (Dalits) অত্যাচার, ভেদাভেদ (discrimination) নিত্যদিনের ঘটনা। চলতি মাসের শুরুতেই কর্নাটকের এক গ্রামের মন্দির থেকে দলিত মহিলাকে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার ঘটনা ঘটেছিল। আর এবার এক গোটা গ্রামে উচ্চবর্ণের মানুষদের ফরমানের জেরে জীবন-মরণ সমস্যায় পড়েছেন নিম্নবর্গীয় সম্প্রদায়ের বহু মানুষ। অভিযোগ, তাঁদেরকে খাবার বিক্রি করছেন না দোকানদাররা। আর এবারও ঘটনাস্থল সেই কর্নাটক (Karnataka)।
গড়গ জেলার শাগোতি গ্রামের ওই দলিত গ্রামবাসীদের দাবি, উচ্চবর্ণের মানুষের অত্যাচারের জেরে দু’বেলা খাবার পাওয়াই দুষ্কর হয়ে পড়েছে। চাপে পড়ে তাঁদের দুধ বিক্রি করা বন্ধ করে দিয়েছেন গ্রামের দোকানদাররা। এমনকী বিস্কুট-পাউরুটির মতো রোজের খাবারও তাঁদের কাছে বিক্রি করতে চাইছেন না কেউ।
কিন্তু কেন এমন আচরণ?
জানা গেছে, কর্নাটকের ওই গ্রামে দলিতদের খাবার বিক্রি করলেই দোকানদারদের মোটা টাকা জরিমানার ফরমান জারি করেছে উচ্চবর্ণের মানুষজন। জানা গেছে, শুধু মুদিখানার দোকান নয়, স্থানীয় বাজারেও ওই নিম্নবর্গের মানুষদের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। এমনকী, সেই গ্রামের মন্দির, হোটেলেও ঢোকার অধিকার নেই দলিত গ্রামবাসীদের।
অভিযোগ, এই ব্যাপারে একাধিকবার প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছিল। সেই আবেদন শুনে বেশ কয়েকজন প্রশাসনিক কর্তা উচ্চবর্গীয়দের সঙ্গে গ্রামেই বৈঠক করেছিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। উচ্চবর্গের ওই মানুষজন সরকারি প্রতিনিধিদের সামনে ভেদাভেদ ঘোচানোর প্রতিশ্রুতি দিলেও তা শেষ অবধি বাস্তবায়িত হয়নি।
কেন এত ঘনঘন ভূমিকম্প নেপালে, দিল্লিও কেঁপে উঠছে বারবার! কতটা ঝুঁকিতে রাজধানী