
দ্য ওয়াল ব্যুরো: ডিএ-র দাবিতে ফের পথে নামতে (DA Rally) চলেছেন সরকারি কর্মচারীরা। আগামী ২৭ জানুয়ারি, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কর্পোরেশন পর্যন্ত মিছিল করতে চান তাঁরা। তবে এই মিছিলেন অনুমতি দেয়নি পুলিশ। এর পরেই আদালতের দ্বারস্থ হয় সংগ্রামী যৌথ মঞ্চ।
আজ, মঙ্গলবার এই মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী সওয়াল করেন, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং পর্যন্ত মিছিল করতে দিতে হবে আন্দোলনকারীদের। তার পর তাঁদের আমিনিয়ার সামনে অবস্থানে বসার অনুমতি দেওয়া হোক।
বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, ২৭ জানুয়ারিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কর্পোরেশন পর্যন্ত মিছিল করা যাবে। তবে ধর্মতলার আমিনিয়া রেস্তোরাঁর সামনে অবস্থানে বসা যাবে না। সেখানে বসাটা একটু সমস্যাজনক। তাই তার বদলে বসতে হবে শহিদ মিনার চত্বরে।
তবে শুধু অনুমতি পেয়ে মিছিল করলেই হবে না, বিচারপতি মান্থা জানান, রোজ শহিদ মিনার চত্বর পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে অবস্থানকারীদের।
কেরলে বিবিসির ‘মোদী তথ্যচিত্র’ দেখাবে সিপিএমের যুব সংগঠন, কী ভাবছে বাংলা