Latest News

ডিএ মামলায় নতুন মোড়! মুখ্যসচিব-অর্থসচিবের কাছে হলফনামা চাইল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা মামলায় (DA Case)বৃহস্পতিবার রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তারপর দুপুরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অর্থসচিব মনোজ পন্থকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল।

বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী ৪ নভেম্বরের মধ্যে মুখ্যসচিব ও অর্থসচিবকে জানাতে হবে, কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হবে না?

২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দিতে হবে। শুধু তাই নয় বকেয়া টাকা মেটাতে হবে তিন মাসের মধ্যে। ১৯ অগস্ট সেই সময়সীমা পার হওয়ার পর কর্মচারীদের সংগঠন আদালত অবমাননার মামলা দায়ের করে হাইকোর্টে।

একই সময়ে রাজ্য সরকার সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের মামলা করে। এদিন সকালে রাজ্যের সেই আর্জি খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। সেইসঙ্গে কর্মচারীদের দায়ের করা আদালত অবমাননার মামলায় মুখ্যসচিব ও অর্থসচিবের কাছে হলফনামা চাইল আদালত।

জানা যাচ্ছে, হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। সূত্রের খবর, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন। তবে সুপ্রিম কোর্টে আগেই ক্যাভিয়েট দাখিল করে রেখেছে রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। ফলে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে তাহলে কর্মচারীদেরও পক্ষ করতে হবে।

(এই প্রতিবেদনে প্রথমে অর্থসচিবের পরিবর্তে স্বরাষ্ট্রসচিবের কথা লেখা হয়েছিল। সেই তথ্য ঠিক নয়। পরবর্তীতে ত্রুটি সংশোধন করা হয় প্রতিবেদনে। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দ্য ওয়াল দুঃখ প্রকাশ করছে)

ডিএ মামলায় ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা রাজ্যের

You might also like