Latest News

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু শিল্পপতি সাইরাস মিস্ত্রির, শোকপ্রকাশ মোদী থেকে মমতা

দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনায় প্রাণ গেল সাইরাস মিস্ত্রির (cyrus mistry)। মুম্বইয়ের অদূরে পালঘরে একটি পথ দুর্ঘটনার কবলে পড়েন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান। ভারতীয় কোটিপতি পালোনজি মিস্ত্রির ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্প জগতে।

জানা গেছে আমদাবাদ থেকে মুম্বইয়ের দিকে আসছিলেন তিনি। হঠাৎই মহারাষ্ট্রের পালঘরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এক সেতুর ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। গাড়িতে সাইরাস ছাড়াও ছিলেন আরও দু’জন। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে সকলকে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় দেশের অন্যতম শিল্পপতির।

পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে ৩:১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে পালঘরের চারোটিতে সূর্য নদীর ওপর এক সেতুর ওপর। সেই সেতুর এক ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় সাইরাস মিস্ত্রি ও তাঁর গাড়ি চালক এবং আরও একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা সাইরাসকে মৃত বলে ঘোষণা করেন।

দেশের অন্যতম শিল্পপতি সাইরাস মিস্ত্রির মৃত্যুর খবরে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে লেখেন, ‘সাইরাস মিস্ত্রির আকস্মিক মৃত্যুতে বিস্মিত। তিনি একজন বড় মাপের ব্যবসায়ী হিসেবে সবসময় দেশের আর্থিক বৃদ্ধির প্রতি সচেতন ছিলেন। তাঁর মৃত্যু শিল্প ও বাণিজ্য মহলে বড় ক্ষতি।’ মোদী আরও যোগ করেন, ‘তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

মোদী ছাড়াও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। তিনি টুইট করে লেখেন, ‘সাইরাস মিস্ত্রির অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে তাঁর পরিবার এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে।’

৪ জুলাই ১৯৬৮ সালে মুম্বইয়ে শিল্পপতি পালোনজি মিস্ত্রির পরিবারের জন্ম নেন সাইরাস। ১৯৯১ সালে পারিবারিক রিয়েল এস্টেট কোম্পানি সাপুরজি পালোনজি লিমিটেডের ডিরেক্টর হিসেবে যোগ দেন তিনি। পরে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান হিসেবে কয়েকবছর দায়িত্ব সামলান তিনি। ২০১২ সালে রতন টাটা এই পদ থেকে সরে যাওয়ার পর টাটা গ্রুপের চেয়ারম্যান হন তিনি। টাটা গ্রুপের ষষ্ঠ চেয়ারম্যান তিনি।

ছেলের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা শুরু হাসিনার কথায়, কী বলেছেন ভারতীয় মিডিয়াকে

You might also like