Latest News

সিতরাং ঢুকছে কালীপুজোর পরের দিন, কোথায় ল্যান্ডফল জানিয়ে দিল হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: ধেয়ে আসছে ‘সিতরাং’ (Sitrang)। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে তা ঘূর্ণিঝড় (cyclone) হয়ে ক্রমশ এগিয়ে আসছে উপকূলের দিকে। এদিন সেই ‘সিতরাং’ নিয়ে আপডেট দিতে সাংবাদিক সম্মেলন করলেন আবহাওয়া দফতরের (Meteorological Department) পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। জানালেন, ২৫ অক্টোবর কালীপুজোর পরদিন অর্থাৎ মঙ্গলবার সকাল নাগাদ এই ঘূর্ণিঝড় বাংলাদেশের (Bangladesh) উপকূলীয় এলাকা পার করবে। ‘সিতরাং’-এর বর্তমান অবস্থান থেকেই এমনটা পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

এরফলে পশ্চিমবঙ্গের নীচের জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ২৪-২৫ অক্টোবর, অর্থাৎ সোমবার ও মঙ্গলবার। ২৪ তারিখ দুই পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শুধুই ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ২৫ তারিখ ‘সিতরাং’ উপকূলে আছড়ে পড়ার পর দক্ষিণবঙ্গে বৃষ্টি খানিক কমার সম্ভাবনা আছে। সেদিন শুধুমাত্র উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এই দুটো দিন কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ২৪ তারিখ দুই পরগনায় ৫৫-৬৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং পূর্ব মেদিনীপুরে ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। এদিন কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে হাওয়া বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে। ২৫ তারিখ বাড়বে ঝড়ের পরিমাণ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৯০-১০০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুরে এই হাওয়ার বেগের পরিমাণ হতে পারে ৭০-৮০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের বাকি চার জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

এদিন মৎস্যজীবীদের আবারও সতর্ক করে বলা হয় যে, ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার অবধি কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না। যাঁরা আগেই চলে গিয়েছেন, তাঁদের শনিবার রাতের মধ্যে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। দুই পরগনা ও পূর্ব মেদিনীপুরে ফেরি সার্ভিস এই কয়েকদিন বন্ধ থাকবে। উপকূলে যে সমস্ত পর্যটন কেন্দ্র আছে, যেমন দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, সাগর- এই সমস্ত এলাকা থেকে পর্যটকদের সরিয়ে দেওয়া হচ্ছে। ভারী বৃষ্টির জেরে কলকাতার বেশ কিছু নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে পুরসভা আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে।

সাগরে গভীর নিম্নচাপ ঘনাবে আজই, সোমবার থেকে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, ভাসবে উপকূল

You might also like