Latest News

বুস্টার টিকার টোপ! বয়স্কদের টার্গেট করেছে প্রতারকরা, এক ফোনেই ভ্যানিশ লক্ষ লক্ষ টাকা

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে বয়স্কদের কোভিডের তৃতীয় টিকা বা প্রিকশনারি ডোজ দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার সঙ্গে সঙ্গেই এই তিন নম্বর টিকাকে কেন্দ্র করে প্রতারণার জাল বিছিয়ে ফেলেছে সাইবার অপরাধীরা।

অনলাইনে কোভিডের এই বুস্টার ডোজ দেওয়ার নাম করে প্রতারণা চক্র চলছে। যা থেকে সাবধান হতে বলছে পুলিশ। অভিযোগ, বুস্টার টিকা বিনামূল্যে পাইয়ে দেওয়ার নাম করে ফোন করা হচ্ছে। তারপর অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে যাবতীয় টাকা।

সম্প্রতি মুম্বইয়ে এমন প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। তারপর থেকে পুলিশ প্রশাসনের তরফে বাড়তি সতর্ক হতে বলা হয়েছে। এই প্রতারণা চক্রের শিকার হচ্ছেন মূলত বয়স্ক নাগরিকরাই।

ঠিক কীভাবে চলছে প্রতারণা? অভিযোগ, প্রথমে বয়স্কদের ফোনে ফোন করা হচ্ছে। তারপর গরগর করে বলে দেওয়া হচ্ছে ওই ব্যক্তি কবে কোথা থেকে কোভিডের প্রথম এবং দ্বিতীয় টিকা নিয়েছেন। সমস্ত তথ্য মিলে যাওয়ায় মনে হচ্ছে যেন সত্যি সত্যিই ফোন এসেছে সরকারি দফতর থেকেই। অথচ এই তথ্যাবলী কোউইন থেকে জোগাড় করে নেওয়া এমন কিছু কঠিন কাজ নয়।

ওই বয়স্ক ব্যক্তিকে এরপর ফোনেই বলা হচ্ছে তিন নম্বর ডোজটির কথা। তাতে আগ্রহ প্রকাশ করলে ফোনে একটি ওটিপি আসার কথা বলছে প্রতারকরা। সেই অটিপি নম্বর ফোনেই বলে দিতে বলে। করতে হবে রেজিস্ট্রেশন। একবার যদি ওটিপি বলা হয়ে যায়, ব্যাস কেল্লাফতে। নিমেষের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। এই প্রতারণার ফাঁদে কেউ যেন পা না দেন সে বিষয়ে সতর্ক করেছেন সাইবার বিশেষজ্ঞরা। সরকার থেকে ফোন সাধারণত করা হয় না টিকার জন্য। তাই অযথা এমন ফোন এলে তাতে কথা বলার কোনও প্রয়োজন নেই। আর ফোনে ফোনে কোনও নম্বর অচেনা কাউকে বলে দেওয়া তো নৈব নৈব চ।

You might also like